• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পরমাণু স্থাপনা ধ্বংস  শুরু করেছে  উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

ইন্টারনেট

বিদেশ

পরমাণু স্থাপনা ধ্বংস শুরু করেছে উত্তর কোরিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ মে ২০১৮

উত্তর কোরিয়া পুঙ্গে-রি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রটি গুঁড়িয়ে দিতে শুরু করেছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

ইতোমধ্যে পরমাণু কেন্দ্রটির বেশ কিছু ভবন গুঁড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া মাইনিং কার্ট পরিবহনের কিছু রেললাইন সরিয়ে নেওয়া হয়েছে। গত সপ্তাহে পিয়ংইয়ং জানিয়েছিল, মে মাসের ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে পরমাণু কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে।

এদিকে গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরমাণু কেন্দ্রটি বন্ধ করার প্রক্রিয়া প্রত্যক্ষ করতে দক্ষিণ কোরিয়ান সংবাদ সংস্থার একজন রিপোর্টার ও একজন টেলিভিশন ব্রডকাস্টারকে আমন্ত্রণ জানাবে পিয়ংইয়ং। এপ্রিলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে উত্তর কোরীয় নেতা কিম জং উন কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত করার ঘোষণা দেন। সে সময় তিনি পুঙ্গে-রি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রটি বন্ধ করা হবে বলে জানান।

এ ছাড়া সম্প্রতি দেশটি ঘোষণা দেয়, পরমাণু কেন্দ্র ধ্বংসের কার্যক্রমের স্বচ্ছতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সংবাদকর্মীদের আমন্ত্রণ জানানো হবে। পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধে পিয়ংইয়ংয়ের সিদ্ধান্তকে ‘স্মার্ট মুভ’ আখ্যা দিয়ে এর প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads