• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কিউবায় বিমান বিধ্বস্ত, নিহত ১০৭

ইন্টারনেট

বিদেশ

কিউবায় বিমান বিধ্বস্ত, নিহত ১০৭

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ মে ২০১৮

কিউবার রাজধানী হাভানার বিমানবন্দরে একটি বোয়িং ৭৩৭ এয়ারলাইনার বিধ্বস্ত হয়ে শতাধিক যাত্রী নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। দেশটির ইতিহাসে এই দুর্ঘটনাকে সবচেয়ে মর্মান্তিক বলা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে তিন নারীকে আহত অবস্থায় উদ্ধার করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে আর্জেন্টিনার দুই এবং মেক্সিকোর বেশ কয়েকজন নাগরিক আছে বলে জানা যায়।

৪০ বছরের পুরনো এই বিমানটি ১০৪ যাত্রী এবং ছয়জন ক্রু বহন করছিল। গত শুক্রবার হাভানার হোসে মার্তি বিমানবন্দর থেকে দেশটির পূর্বাঞ্চলীয় পর্যটন কেন্দ্র ওলগিনে যাচ্ছিল। রানওয়ে থেকে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটিতে বিস্ফোরণ ঘটে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থলে যান। সেখান থেকে তিনি বলেন, ‘এটা একটা দুর্ভাগ্যবশত বিমান দুর্ঘটনা। সংবাদটি খুব একটা আশাপ্রদ নয়। মনে হচ্ছে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন।’ বিমানটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই আগুন ধরে যায় এবং বিমানবন্দরের পার্শ্ববর্তী মাঠে আছড়ে পড়ে।

বোয়িং কর্তৃপক্ষ বিমান দুর্ঘটনা তদন্তে নিজেদের একটি তদন্তকারী দল কিউবায় পাঠাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে এবং ইউএস ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও কিউবার কর্তৃপক্ষের সঙ্গে মিলিতভাবে দলটি তদন্ত করবে। এদিকে এই ঘটনায় কিউবা সরকার দেড় দিনের শোক ঘোষণা করেছে।

হাভানার ক্যালিক্সটো গার্সিয়া হাসপাতালের প্রধান কার্লোস আলবার্তো মর্টিনজ জানান, বিধ্বস্ত বিমান থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। কিন্তু তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads