• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বারবাডোজের  প্রথম নারী  প্রধানমন্ত্রী মোটলি

বারবাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি

বারবাডোজ ফ্রি প্রেস

বিদেশ

বারবাডোজের প্রথম নারী প্রধানমন্ত্রী মোটলি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

বারবাডোজের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মিয়া আমোর মোটলি (৫২)। গত শুক্রবার নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, মোটলির দল বারবাডোজ লেবার পার্টি (বিএলপি) পার্লামেন্টের ৩০টি আসনের সবকটিতে বিজয়ী হয়। এরপরই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খবর বিবিসি।

গত বৃহস্পতিবার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২ লাখ ৮৫ হাজার বাসিন্দার ক্যারিবীয় দ্বীপটিতে এই প্রথম কোনো দল পার্লামেন্টের সবগুলো আসনে জিতল। পরাজিত প্রধানমন্ত্রী ও ডেমোক্র্যাটিক লেবার পার্টির (ডিএলপি) নেতা ফ্রন্ডাল স্টুয়ার্ট নির্বাচনের ফলাফল মেনে নিয়ে মোটলিকে অভিনন্দন জানিয়েছেন। ডিএলপি ২০১০ সালের নির্বাচনে ১৬টি আসন নিয়ে সরকার গঠন করেছিল। এমন অভাবনীয় পরাজয়ের জন্য তিনি নিজেকেই দায়ী করেছেন।

পর্যবেক্ষকদের মতে, অর্থনৈতিক মন্দা কাটাতে ব্যর্থতা ও ক্রমবর্ধমান করের হারে অসন্তুষ্টির কারণেই ডিএলপি পরাজিত হয়েছে। ফল ঘোষণার পর বিএলপির ব্রিজটাউনের সদর দফতরে সমর্থকদের অভিনন্দন জানান মোটলি। উৎফুল্ল কর্মী-সমর্থকদের উদ্দেশে সাবেক এ অ্যাটর্নি জেনারেল ও মন্ত্রী বলেন, এটা জনগণের বিজয়। বিএলপির একচেটিয়া বিজয়ের ফলে পার্লামেন্টে বিরোধী দল থাকল না। বারবাডোজের ইলেকটোরাল অ্যান্ড বাউন্ডারিজ কমিশন জানায়, নির্বাচনে ৩০টি আসনের জন্য ৯টি দলের ১৩৫ জন প্রার্থী লড়েছিলেন। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটির নতুন প্রধানমন্ত্রী মোটলিকে অভিনন্দন জানিয়ে দেশটির অর্থনৈতিক দুরবস্থা রোধে পাশে থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads