• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
গাজায় গুলি চালানোর পক্ষে ইসরাইলের সুপ্রিম কোর্ট

ইসরাইলের সুপ্রিম কোর্ট বেআইনিভাবে চালানো গুলির ঘটনাকে বৈধতা দিয়েছে

ইন্টারনেট

বিদেশ

গাজায় গুলি চালানোর পক্ষে ইসরাইলের সুপ্রিম কোর্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ মে ২০১৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সেনাবাহিনীর নীতিকে সমর্থন জানিয়েছেন ইসরাইলের সুপ্রিম কোর্ট। মানবাধিকার কর্মীদের দায়ের করা দুটি পিটিশন গত শুক্রবার সর্বসম্মতিক্রমে খারিজ করে দেন সুপ্রিম কোর্টের তিন বিচারপতি। এদিকে গতকাল শনিবার গাজা সীমান্ত পার হয়ে চার ফিলিস্তিনি ইসরাইলে প্রবেশ করলে গুলি চালায় সেখানকার সেনাবাহিনী। এতে একজন নিহত হয়।

গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিরুদ্ধে দুটি পিটিশনের একটি যৌথভাবে দাখিল করেছিল আদালাহ ও আল মিজান এবং অপরটি দাখিল করেছিল ইসরাইলের নাগরিক অধিকার অ্যাসোসিয়েশনের ইয়েস দীন, গিসা ও হামোকড। ইসরাইলের সর্বোচ্চ আদালতের কাছে সেনাবাহিনীর গুলির বৈধতা জানতে চেয়ে আবেদন নিয়ে গিয়েছিল মানবাধিকার সংস্থাগুলো।

পিটিশন আবেদনকারীদের মধ্যে একটি সংগঠন লিগ্যাল রাইটস সেন্টার আদালাহ বলছে, আদালতের এই সিদ্ধান্তের ফলে বিক্ষোভকারীদের ওপর স্নাইপার রাইফেল ব্যবহার চালানোর বিষয়ে সবুজ সঙ্কেত দেবে। আদালতের রায়ের পর আদালাহ ও আল মিজান শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতি বলে, ঘটনার বর্ণনার ভিত্তিতে আবেদন দাখিল করলেও ইসরাইলের সর্বোচ্চ আদালত তা সম্পূর্ণ উপেক্ষা করেছেন। পিটিশনাররা বেশ কয়েকজন আহতের সাক্ষাৎকার এবং গাজায় বিক্ষোভকারীদের গুলি করে হত্যা ও আহত করার ঘটনা নথিভুক্ত করে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদনও পিটিশনে সংযুক্ত করেছিল।

সুপ্রিম কোর্ট বিক্ষোভকারীদের ওপর ইসরাইলের সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনাসংবলিত ভিডিও ক্লিপ দেখতে অস্বীকৃতি জানান বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। ঘটনা পরীক্ষা না করেই রাষ্ট্রের উপস্থাপিত তথ্য সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন বলেও জানানো হয় বিবৃতিতে। আদালাহ ও মিজানের বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্টের রায় ইসরাইলের সেনাবাহিনীর বেআইনিভাবে চালানো গুলির ঘটনাকে বৈধতা দিয়েছে। যে গুলির ঘটনায় এক শর বেশি মানুষকে হত্যা করা হয়েছে; আহত হয়েছে নারী, শিশুসহ হাজার হাজার মানুষ। নিহতদের ৯৪ শতাংশের বেশির শরীরের ওপরের অংশে গুলি করা হয়েছে।

এদিকে গতকাল শনিবার চার ফিলিস্তিনি ইসরাইলের সীমান্তে ঢুকে টায়ারে আগুন জ্বালায়। তবে ফিরে আসার সময় ইসরাইলি সেনাদের গুলিতে একজন নিহত হয়। এর আগে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আগের দিন শুক্রবার গুলি ও টিয়ারগ্যাসে আরো প্রায় ২৫ জন আহত হয়। শুক্রবারের বিক্ষোভে ওই সীমান্তে অন্তত ১৬ হাজার লোক জড়ো হয় বলে ইসরাইলের সেনা সূত্র জানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads