• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

বিদেশ

ইরানের পাশেই থাকবে ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ মে ২০১৮

অন্য কোনো দেশ নয়, একমাত্র জাতিসংঘের আরোপিত অবরোধকেই আমলে নেবে ভারত। গত সোমবার ভারত সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক অনানুষ্ঠানিক বার্ষিক বৈঠকের আগে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। খবর ভারতের ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের।

সংবাদ সম্মেলনের পরে সুষমা স্বরাজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের ইরান চুক্তি থেকে বের হয়ে যাওয়া এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সুষমা জানান, চুক্তির সকল পক্ষেরই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য গঠনমূলকভাবে কাজ করা উচিত।

বৈঠকে সুষমা আরো বলেন, ‘অন্যান্য দেশের তুলনায় ভারতের অবস্থান অনেক বেশি স্বাধীন। শুধু জাতিসংঘের অবরোধকেই অনুসরণ করবে ভারত।’ ভারত দীর্ঘদিন ধরেই ইরান এবং ভেনিজুয়েলা থেকে তেল ক্রয় করে আসছে। যদিও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ জারি করলে ইরান থেকে আগের তুলনায় অর্ধেক পরিমাণ অপরিশোধিত তেল ক্রয় করে ভারত। কিন্তু ২০১৬ সালে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া হলে আবারো তেল আমদানির পরিমাণ বেড়ে যায় ভারতের। গত বছরের মার্চ পর্যন্ত ভারত ইরান থেকে ২৭ দশমিক ২ মিলিয়ন টন তেল আমদানি করে, যা বিগত বছরগুলোর তুলনায় চার শতাংশ বেশি।

সংবাদ সম্মেলনে সুষমা ভারতের অবস্থান পরিষ্কার করে জানান, উত্তর কোরিয়া থেকে ভারতের দূতাবাস প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ রক্ষা করেনি নয়াদিল্লি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ভারত সফর করেন। ওই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে পারস্পরিক জ্বালানি সহযোগিতা এবং ইরানের চাবহার বন্দরে ভারতের বিনিয়োগ প্রশ্নে আলোচনা হয়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে রাশিয়ার ওপর অবরোধ জারির পরিকল্পনা করছেন। ঐতিহাসিকভাবেই ভারতের অন্যতম অস্ত্র বিক্রেতা দেশ রাশিয়া। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া সত্ত্বেও ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখায় ভারত এশিয়ার রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পালন করবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads