• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
৩০ বছর পর নিখোঁজ রুশ পাইলটের সন্ধান

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন

ইন্টারনেট

বিদেশ

৩০ বছর পর নিখোঁজ রুশ পাইলটের সন্ধান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ জুন ২০১৮

নিখোঁজ এক রুশ পাইলটের সন্ধান পাওয়া গেছে ৩০ বছর পর। ১৯৮৭ সালে আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসনের সময় ওই পাইলট যে বিমানে ছিলেন, সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল। এরপর তার আর কোনো খবর পাওয়া যায়নি। ধারণা করা হয়, ওই ঘটনায় তিনি মারা গেছেন। খবর দ্য গার্ডিয়ান।

তবে বর্তমানে ওই পাইলট আফগানিস্তানে বসবাস করছেন। তিনি রাশিয়াতে ফিরে যেতে চান। রাশিয়ান প্যারাট্রুপারস ইউনিয়নের প্রধান ভ্যালেরি ভস্ট্রটিনের উদ্ধৃতি দিয়ে গত শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। ভ্যালেরি ভস্ট্রটিন যুদ্ধবন্দি ও যুদ্ধে নিখোঁজ সৈনিকদের সন্ধান বিষয়ে গঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্রের যৌথ কমিশনের রাশিয়া অংশের প্রধান।

গোপনীয়তার স্বার্থে তিনি ওই পাইলটের নাম প্রকাশ চাননি। তিনি ১৯৮৭ সালে গুলিবিদ্ধ হন। বর্তমানে তার বয়স ৬০ বছর। তার বেঁচে থাকাটা খুবই বিস্ময়কর। এখন তার সাহায্য দরকার। রিয়া নভোস্তির খবরে বলা হয়, ১৯৭৯-৮৯ সাল পর্যন্ত যুদ্ধে আফগানিস্তানে ১২৫টি বিমান গুলি করে ভূপাতিত করা হয়। সোভিয়েত ইউনিয়নের সৈন্যরা যখন দেশটি ত্যাগ করেন, তখন প্রায় ৩০০ সৈন্য নিখোঁজ ছিলেন। এর মধ্যে ৩০ জনের সন্ধান পাওয়া গেছে এবং তাদের বেশিরভাগই দেশে ফিরে এসেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads