• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ইইউকে ভাঙতে চায় না রাশিয়া : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইন্টারনেট

বিদেশ

ইইউকে ভাঙতে চায় না রাশিয়া : পুতিন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিভক্ত করার চেষ্টা করছে না। অস্ট্রিয়া সফরকালে গতকাল মঙ্গলবার পুতিন এ কথা বলেন। খবর বিবিসি।

পুতিন বলেন, আমি একটি ‘সংঘবদ্ধ ও সমৃদ্ধশালী’ ইইউ দেখতে চাই। ইইউ রাশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদার। গত একবছরের মধ্যে এই প্রথম পশ্চিম ইউরোপের কোনো দেশ সফর করছেন পুতিন। এ সময় তিনি ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির সঙ্গে অস্ট্রিয়ার কট্টর ডানপন্থি ফ্রিডম পার্টির যোগসূত্র নিয়ে যে খবর রয়েছে, তা নাকচ করে দেন। এ সফরে তিনি অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন এবং চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি দেশটির ব্যবসায়ী নেতাদের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন।

পুতিন বলেন, ইইউতে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে সেটি আমাদের জন্যও ঝুঁকিপূর্ণ। আমাদের উচিত, ইইউর সঙ্গে সহায়তা গড়ে তোলা। কাউকে বিভক্ত করার কোনো ইচ্ছে আমাদের নেই।

উল্লেখ্য,  ২০১৪ সালে ক্রিমিয়া দখল ও পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ সফরের মধ্য দিয়ে চার বছর আগে আরোপিত নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে আসতে চাইছেন পুতিন। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সৃষ্ট উত্তেজনা পুতিনকে তার লক্ষ্যের অনেক কাছে এগিয়ে নিয়েছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে তাতে লাভবান হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে অস্ট্রিয়া।

যদিও সিরিয়া, ইউক্রেনে ও পক্ষত্যাগী গোয়েন্দার ওপর বিষাক্ত গ্যাস হামলার জেরে এখনো পুতিনের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছে ইউরোপের বেশ কিছু দেশ। শত প্রতিকূলতা সত্ত্বেও ইউরোপ ও রাশিয়াকে এখনো একত্রে বেঁধে রেখেছে জ্বালানি। আর এই একটি ক্ষেত্রে রাশিয়ার পুরনো বন্ধু অস্ট্রিয়া। পশ্চিম ইউরোপীয় দেশের মধ্যে অস্ট্রিয়াই প্রথম সোভিয়েত ইউনিয়ন থেকে জ্বালানি গ্যাস আমদানি শুরু করে। বর্তমানে ইউরোপের এক-তৃতীয়াংশ জ্বালানি আসে রাশিয়া থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads