• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ট্রাম্প-কিমের নিরাপত্তায় গুর্খা বাহিনী

সিঙ্গাপুরের এলিট পুলিশের বিশেষ গুর্খা বাহিনীই থাকছে এই দায়িত্বে

ইন্টারনেট

বিদেশ

ট্রাম্প-কিমের নিরাপত্তায় গুর্খা বাহিনী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ জুন ২০১৮

আসছে ১২ জুন সিঙ্গাপুরে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। ঐতিহাসিক এই বৈঠকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে নেপালের গুর্খা বাহিনী। খবর বিবিসি।

দুই নেতার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ছাড়াও বিশেষ দায়িত্ব পালন করবে তারা। দুই নেতা যতক্ষণ সিঙ্গপুরে থাকবেন ততক্ষণ পরনে বর্ম, হাতে বেলজিয়ামের তৈরি বিশেষ স্কার কমব্যাট রাইফেল এবং পিস্তলসহ সদাসতর্ক থাকবে গুর্খা বাহিনী। ট্রাম্প-কিমের নিরাপত্তার কথা বিশেষভাবে বিবেচনা করে গুর্খা বাহিনীর কাছে থাকবে খুকরি এবং পায়ের হোলস্টারে অ্যাসল্ট রাইফেলও।

সিঙ্গাপুরের এলিট পুলিশের বিশেষ গুর্খা বাহিনীই রয়েছে এই দায়িত্বে। সম্মেলন স্থান, দুই নেতার যাত্রাপথ, রাস্তা ও হোটেলেও নিরাপত্তার দায়িত্বে থাকবে তারা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের বৈঠকের সময়ও নিরাপত্তার দায়িত্বে ছিল এই বাহিনী। এমনিতে নিরাপত্তার দায়িত্বে গুর্খা বাহিনীর সদস্যদের খুব একটা চোখে পড়ে না সিঙ্গাপুরে। তবে বিশেষ কোনো ব্যক্তির নিরাপত্তার প্রশ্নে তাদের সব সময় অগ্রাধিকার দেওয়া হয়।

সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ টিম হাক্সলি বলেন, ‘নিরাপত্তার দিক থেকে সিঙ্গাপুর অন্যতম। গুর্খা বাহিনী অত্যন্ত সুকৌশলী। বিশেষ পরিস্থিতিতে কাজ করার প্রশিক্ষণ রয়েছে তাদের। এই বাহিনীর অন্যতম অস্ত্র খুকরি। এটি ছাড়া তারা কোনো অভিযানে যায় না। গুর্খা বাহিনীকে দিয়ে ইতোমধ্যেই ট্রায়াল রান দেওয়া হয়েছে সিঙ্গাপুরে।

সিঙ্গাপুরের দক্ষিণাঞ্চলীয় সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স গত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন। দুই নেতার বৈঠকের স্থান হিসেবে এই স্থানটিকে বেছে নেওয়ায় তিনি সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠক অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুর সরকার দেশের মধ্যাঞ্চলকে আগামী ১০ থেকে ১৪ জুন পর্যন্ত বিশেষ এলাকা হিসেবে ঘোষণা করেছে। ওই এলাকায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বেশ কয়েকটি নামি-দামি হোটেল রয়েছে। বৈঠককে সামনে রেখে দেশটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads