• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মোশাররফের নাগরিকত্ব বাতিল

পাকিস্তানের সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ

ইন্টারনেট

বিদেশ

মোশাররফের নাগরিকত্ব বাতিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ জুন ২০১৮

নাগরিকত্ব খোয়ালেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান তথা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। কিন্তু এর আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আসন্ন সাধারণ নির্বাচনে তিনি ইচ্ছে করলে প্রার্থী হতে পারেন। ফলে সরকার বা সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্যে কোনো একটি খারিজ না হওয়া পর্যন্ত সাংবিধানিক সমস্যা দেখা দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাসির উল মুল্ক অবিলম্বে মোশাররফের জাতীয় পরিচয়পত্র (এনআইসি) বাতিলের নির্দেশ দেন। এরপর গত শনিবারই তার পরিচয়পত্র বাতিল করে পাকিস্তানের ন্যাশনাল ডাটাবেজ অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি। ফলে সাবেক এই সেনাপ্রধানের পাকিস্তানি পাসপোর্টের আর কোনো মূল্য রইল না।

বর্তমানে দুবাইয়ে অবস্থানরত মোশাররফের এনআইসি ও পাসপোর্ট বাতিল হওয়ায় আইন মেনেই তাকে দেশে ফেরানো সম্ভব বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। যদিও ভোটের আগে তিনি নিজেই পাকিস্তানে ফিরতে পারেন বলে জানিয়েছে তার দল এপিএমএল। সমপ্রতি এক শুনানিতে দেশটির সুপ্রিম কোর্ট সাবেক এই প্রেসিডেন্টকে সাধারণ নির্বাচনে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। ১৩ জুন তাকে আদালতে হাজিরা দিতে হবে।

এপিএমএল জানিয়েছে, মোশাররফ খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রল আসন থেকে প্রার্থী হতে পারেন। তাকে ভোটে লড়ার সুযোগ দেওয়ায় নওয়াজ শরিফসহ পাকিস্তানি রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েছেন শীর্ষ আদালত। ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন মোশাররফ। চাপের মুখে ২০০৮ সালে তিনি ইস্তফা দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads