• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কাশ্মিরে ভারতীয় সেনাদের গুলিতে নিহত ৬

পাকিস্তান থেকে অনুপ্রবেশের সময় তাদের গুলি করা হয়

ইন্টারনেট

বিদেশ

কাশ্মিরে ভারতীয় সেনাদের গুলিতে নিহত ৬

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ জুন ২০১৮

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কুপওয়ারা জেলায় কেরান সেক্টরে গতকাল রোববার সকালে সেনাদের গুলিতে নিহত হয়েছে ছয়জন। দেশটির সেনাবাহিনীর দাবি, পাকিস্তান থেকে অনুপ্রবেশের সময় তাদের গুলি করা হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গত কয়েক মাস কাশ্মিরে নিরাপত্তাবাহিনীর অভিযানে বেশ কয়েকজন নিহতের পর রমজান মাসজুড়ে সেখানে সব ধরনের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপর এক ঘোষণায় ২০০৩ সালে পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধিবিরতি সমঝোতা মেনে চলার কথা ঘোষণা করা হয়। এসব ঘোষণার পরও গত ২৬ মে ভারতীয় সেনাদের গুলিতে ৫ জন নিহত হয়। ১ জুন কাশ্মিরের বিক্ষোভে সামরিক যানের ধাক্কায় এক তরুণ নিহত হলে নতুন করে বিক্ষোভ দানা বাঁধে। এর মধ্যেই দুইদিন আগে কাশ্মির সফর করে আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এনডিটিভি জানিয়েছে, মাত্র দুই দিন আগে শ্রীনগর থেকে ৯৪ কিলোমিটার দূরে কুপওয়ারা জেলা সফর করেন রাজনাথ। এরপর আবারো ছয়জন নিহতের ঘটনা ঘটল। নিহতদের কারো পরিচয় প্রকাশ করা হয়নি ভারতীয় গণমাধ্যমে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads