• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘ক্ষমা করুন, আমি অনুতপ্ত’

রাস্তার এরকম একটি স্টপ সাইন চুরি করেছিলেন তিনি

ছবি : ইন্টারনেট

বিদেশ

‘ক্ষমা করুন, আমি অনুতপ্ত’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

‘ক্ষমা করুন, আমি অনুতপ্ত’- ৭৫ বছর আগের একটি চুরির জন্য চিঠি লিখে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধ। চুরির অপরাধবোধ থেকে মুক্তি পেতে দোষ স্বীকারের পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ ৫০ ডলারও পাঠিয়ে দিলেন খামের মধ্যে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের মিডভেলের। তবে চিঠিতে নিজের পরিচয় গোপন রেখেছেন ওই ব্যক্তি। মিডভেল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট সেই চিঠিটা টুইটারে পোস্টও করেছে।

রাস্তার একটি স্টপ সাইন চুরি করেছিলেন তিনি। তার জন্যই অপরাধবোধে দগ্ধ হচ্ছিলেন বৃদ্ধ। চিঠিতে নিজেকে একজন বিষাদগ্রস্ত মানুষ হিসেবে দাবি করেছেন তিনি। ‘তখন চিন্তামুক্ত কিশোর ছিলাম বা বলা যায় ভীষণ বোকা ছিলাম। এখন আমি সে সময়ের সমস্ত ভুল মনে করার চেষ্টা করছি এবং যতটা সম্ভব ক্ষতিপূরণের চেষ্টায় আছি। ছেলেবেলার ভুলগুলো আমাকে কষ্ট দিচ্ছে। ঈশ্বর আমাকে ক্ষমা করুন, আমি সত্যিই খুব অনুতপ্ত। অনুগ্রহ করে পাঠানো অর্থ একটি স্টপ সাইনের কাজেই লাগাবেন।’
মিডভেল সিটির মেয়র রবার্ট হ্যালে জানান,  চিঠি পাওয়ার পর পুরনো নথি ঘেঁটে দেখা গেছে, ঘটনাটি সত্যি। ৭৫ বছর আগে চুরি গিয়েছিল রাস্তার একটি স্টপ সাইন। স্বীকারোক্তির জন্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তাকে ধন্যবাদ জানাতে চেয়েছে। কিন্তু চিঠিতে নিজের নাম-পরিচয় না জানানোয় তা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads