• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রইলো উচ্চ আদালতে

ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞাকে সুপ্রিম কোর্ট সমর্থন দেয়ায় প্রতিবাদ

ছবি : ইন্টারনেট

বিদেশ

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রইলো উচ্চ আদালতে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ জুন ২০১৮

বিশ্বের পাঁচটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জনগণের আমেরিকা ভ্রমণের নিষেধাজ্ঞার ব্যাপারে সমর্থন দিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি ট্রাম্পের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে একটি। ফলে একে ট্রাম্প দেখছেন, 'একটি অসাধারণ সাফল্য' হিসেবে। এর আগে নিম্ন আদালতে এই ভ্রমণ নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে অভিহিত করা হয়েছিল ।

বিবিসি জানায়, এই নিষেধাজ্ঞার ফলে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন থেকে অধিকাংশ মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়বে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে ট্রাম্প 'জাতি ও সংবিধানের জন্য মহান বিজয়' হিসেবে উল্লেখ করেছেন।

হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের এই সময়ে ‘আমাদের আরো কঠোর হতে হবে এবং আরো নিরাপদে থাকতে হবে’। তিনি আরো বলেন, ‘এই রুলিং প্রমাণ করছে যে মিডিয়া এবং ডেমোক্রেটিক রাজনীতিকদের সবধরনের আক্রমণ ছিল ভুল এবং তারা নিজেরা ভুল হিসেবে প্রমাণিত হয়েছেন’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads