• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আটকে পড়া ফুটবলারদের মা-বাবার কাছে কোচের ক্ষমাপ্রার্থনা

গুহায় আটকে পড়া ফুটবলারদের মা-বাবার কাছে চিঠি লিখে ক্ষমা চান কোচ একাপোল

ছবি : ইন্টারনেট

বিদেশ

আটকে পড়া ফুটবলারদের মা-বাবার কাছে কোচের ক্ষমাপ্রার্থনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৮

গুহা থেকে লেখা চিঠিতে কিশোর ফুটবলারদের মা-বাবার কাছে ক্ষমা চেয়েছেন কোচ একাপোল। ফুটবলার দলটির সঙ্গে ২৫ বছর বয়সী কোচ একাপোল চ্যানথাঅং নিজেও আটকে আছেন। গত মাসেই ওই ফুটবলারদের নিয়ে গুহা পরিদর্শনে এসেছিলেন তিনি। তাই নিজেকেই পুরো ঘটনার জন্য দায়ী মনে করছেন ওই কোচ।

চিঠিতে তিনি লেখেন, ‘প্রিয় মা-বাবারা, সব বাচ্চারা ভালো আছে। তাদের ভালো যত্ন নেওয়া হচ্ছে এখানে। আমি প্রতিজ্ঞা করছি, আমার সর্বোচ্চ দিয়ে এই শিশুদের দেখে রাখব। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আমি সত্যিই বাবা-মায়েদের কাছে ক্ষমা চাইছি।’ একাপোল আটকে পড়া শিশুদের বাবা-মায়েদের পাশাপাশি নিজের পরিবারের কাছেও চিঠি লেখেন।

ওই চিঠিতে তিনি লেখেন, ‘চাচি এবং দাদি, আমি ভালো আছি। আমার জন্য বেশি চিন্তা কর না। নিজেদের স্বাস্থ্যের যত্ন নিও। চাচি তুমি দয়া করে দাদিকে ভেজিটেবল ড্রিঙ্ক এবং মুচমুচে ভাজা শূকরের মাংস তৈরি করতে বল। আমি বের হয়ে খাব। সবার জন্য ভালোবাসা রইল।’

একাপোল ওয়াইল্ড বোয়ার ফুটবল দলের সহকারী কোচ। গুহায় আটকে পড়ার ঘটনায় ইতোমধ্যে তিনি বেশ সমালোচনার শিকার হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে অনেক মন্তব্য করা হয়। গত ২৩ জুন স্থানীয় এক খেলা শেষে একাপোল গোটা ফুটবল দলকে নিয়ে থাম লুয়াং গুহা পরিদর্শনে যান। কিন্তু ভারী বর্ষণ এবং বন্যা পরিস্থিতির কারণে গুহার মধ্যে সবাই আটকে যায়। আটকে যাওয়ার পর কয়েক দিন তাদের সন্ধান পাওয়া যায়নি। কিন্তু ব্রিটিশ এক ডুবুরির সাহসিকতায় শেষমেশ গুহার মধ্যে তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তী সময়ে বিভিন্ন দেশের সহায়তায় এখন থাই কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান চালানো এখনো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads