• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কানাডায় তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

তাপদাহে মৃতদের বেশিরভাগই মন্ট্রিলের বাসিন্দা

ছবি : ইন্টারনেট

বিদেশ

কানাডায় তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

কানাডার পূর্বাঞ্চলে সপ্তাহব্যাপী চলা তাপদাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার দেশটির কর্মকর্তারা এ কথা জানান। তাপদাহে মৃতদের বেশিরভাগই মন্ট্রিলের বাসিন্দা। এ অঞ্চলে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। খবর দ্য টরোন্টো স্টার।

তাপদাহে মারা যাওয়া অন্যরা কুইবেকের বাসিন্দা বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ট্রিলের পার্শ্ববর্তী ওন্টারিও প্রদেশে তাপদাহ চললেও সেখানে এখন পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। মন্ট্রিলের গণস্বাস্থ্যবিষয়ক পরিচালক মায়লিন ড্রুয়িন বলেন, আক্রান্তদের বেশিরভাগ ৫০ বছরের বেশি বয়সী পুরুষ। তাদের ঘরগুলো শীতাতপ নিয়ন্ত্রিত নয়।

২৯ জুন পর্যন্ত তাপামাত্রা ৩০ ডিগ্রির মধ্য থাকলেও ৩০ তারিখ থেকে তা বাড়তে শুরু করে যা ৩৫ ডিগ্রিতে পৌঁছায়। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তা ৪৫ ডিগ্রি তাপমাত্রার সমান অনুভূত হচ্ছে। শিগগিরই তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র নোয়েমি ভানহেভেরজুইন বলেন, আবহাওয়ার পূর্বাভাসের দিকে তাকিয়ে আছি। আশা করছি আগামী কিছু ঘণ্টার ভেতর তাপমাত্রা কমে আসবে। এর আগে ২০১০ সালে তাপদাহে মন্ট্রিলে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছিল। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads