• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
কাশ্মিরে সেনাদের গুলিতে কিশোরীসহ নিহত ৩

রেদওয়ানি এলাকায় সেনাবাহিনীর টহলগাড়ি লক্ষ্য করে একদল লোক পাথর ছোড়ে

ছবি : ইন্টারনেট

বিদেশ

কাশ্মিরে সেনাদের গুলিতে কিশোরীসহ নিহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

কাশ্মিরের কুলগামে সেনাবাহিনীর ছোড়া গুলিতে ১৬ বছরের এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। গুলিবিদ্ধ দুজনের অবস্থা গুরুতর। খবর এনডিটিভি।

খবরে বলা হয়, গতকাল শনিবার দক্ষিণ কাশ্মিরের কুলগাম জেলার রেদওয়ানি এলাকায় সেনাবাহিনীর টহলগাড়ি লক্ষ্য করে একদল লোক পাথর ছোড়ে। সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করতে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শাকির আহমদ (২২), ইরশাদ মাজিদ (২০) ও আন্দালিব (১৬) কুলগামের হাওরা এলাকার বাসিন্দা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু হয়। গুজব ছড়ানো বন্ধ ও বিক্ষোভ ঠেকাতে কুলগাম, অনন্তনাগ, শোপিয়ান ও পুলওয়ামা এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। জম্মু ও কাশ্মিরের গভর্নর এনএন ভোহরা এ নিয়ে সেনা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক ডেকেছেন। 

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads