• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
স্টর্মি ড্যানিয়েলসকে গ্রেফতার

পর্নোস্টার স্টর্মি ড্যানিয়েলস

ছবি : ইন্টারনেট

বিদেশ

স্টর্মি ড্যানিয়েলসকে গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রের ওহাইয়োর এক নাইট ক্লাব থেকে গ্রেফতার করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কেলেঙ্কারিতে যুক্ত পর্নোস্টার স্টর্মি ড্যানিয়েলসকে। তার আইনজীবী মাইকেল অ্যাভেনাত্তি বৃহস্পতিবার এক টুইটবার্তায় তার মক্কেলের গ্রেফতার হওয়ার কথা স্বীকার করেন। খবর সিএনএন।

ওহাইয়োর আইন অনুসারে, নাইট ক্লাবে কর্মরত কোনো নগ্ন বা অর্ধনগ্ন স্ট্রিপারকে স্পর্শ করা যায় না। স্টর্মি তার নাচের সময় এক ব্যক্তিকে তাকে স্পর্শ করতে দেওয়ায় গ্রেফতারের শিকার হয়েছেন। যদিও আইনজীবীর ভাষায়, রাজনৈতিক উদ্দেশ্যেই তার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আরো শতাধিক নাইট ক্লাবে স্টর্মি একইভাবে কাজ করেছেন কিন্তু সেখানে কোনো বাধার সম্মুখীন হননি।

জানা যায়, ৬ হাজার ৫৪ ডলার জরিমানা দিয়ে ফ্র্যাঙ্কলিন কাউন্টি মিউনিসিপ্যাল আদালত থেকে মুক্তি পেয়েছেন ওই পর্নোস্টার। যদিও এ ব্যাপারে নাইট ক্লাব কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি। স্টর্মি ড্যানিয়েলস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অর্থের বিনিময়ে সম্পর্কের কারণে বেশ সমালোচিত। অর্থের বিনিময়ে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল এমন দাবি অনেকদিন ধরেই করে আসছেন তিনি। তবে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে অর্থ দেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads