• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নওয়াজ-মরিয়মের সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম

ছবি : ইন্টারনেট

বিদেশ

নওয়াজ-মরিয়মের সঙ্গে দেখা করলেন পরিবারের সদস্যরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৮

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়মের সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাৎ করেছেন পরিবারের সদস্যরা। পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ, তার মা ও পরিবারের অন্য সদস্যরা শনিবার রাতে দেখা করেন। খবর ডন।

অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজ, মরিয়ম ও তার স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ সাফদার কারাগারে রয়েছেন। সাক্ষাৎকারীদের মধ্যে আরো ছিলেন মরিয়মের মেয়ে মেহেরুন নিসা, শাহবাজের ছেলে হামজা শাহবাজ। লাহোর থেকে বিশেষ বিমানে তারা ইসলামাবাদে পৌঁছান। জেল সুপারের কক্ষে তাদের সাক্ষাৎ হয়। পরিবারের সদস্যরা প্রায় দুই ঘণ্টার বেশি সময় পান। সরকারের বিশেষ অনুমতির ভিত্তিতে এই সাক্ষাৎ হয়েছে।

তবে এ দিন কোনো নেতা বা কর্মী তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যাননি। কারণ কর্তৃপক্ষ তাদের সঙ্গে সাক্ষাতের জন্য আগামী বৃহস্পতিবার ধার্য করেছে। তবে পরিবারের সদস্যদের সঙ্গে এই বৈঠক সরকারের বিশেষ অনুমতির ভিত্তিতে হয়েছে। কারাগারে সাক্ষাৎ করতে যাওয়ার আগে শাহবাজ শরিফ এক সংবাদ সম্মেলনে জানান, দলের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হবে। আমি আশা করি, নওয়াজসহ পরিবারের সবাই হাইকোর্ট থেকে এই মামলায় অব্যাহতি পাবেন।

এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে কারাগারে বিছানাও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তার ছেলে হুসেইন নওয়াজ। তিনি বলেন, রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলে উচ্চ নিরাপত্তার মধ্যে নিম্নমানের সুযোগ সুবিধার মধ্যেই তার বাবাকে রাখা হয়েছে। সেখানকার বাথরুম অত্যন্ত নোংরা। সম্ভবত সেগুলো বছরের পর বছর পরিষ্কার করা হয়নি। লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ায় গত ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছর  ও তার মেয়ে মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় তারা লন্ডনে ছিলেন। গত শুক্রবার দেশে ফিরেই গ্রেফতার হন তারা।

আদিয়ালা জেলে স্থানান্তরের এক দিন পর সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে তার আইনজীবীরা মাত্র পাঁচ মিনিটের জন্য দেখা করার অনুমতি পান। ওই দলটি জানিয়েছে, কোনো বিছানা বা এসির ব্যবস্থা করা হয়নি। তাদের মক্কেলের সঙ্গে সাক্ষাতের সময় একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন। কারাগারে কোনো পত্রিকাও পড়তে দেওয়া হচ্ছে না। একটি তোশকের ওপর নওয়াজকে ঘুমাতে দেওয়া হয়েছে। আর তার জন্য যে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে তার অবস্থাও জঘন্য।

তারা আরো জানান, দ্য ন্যাশনাল অ্যাকাউন্ট্যাবিলিটি ব্যুরোর (এনএবি) মামলার বিরুদ্ধে আজ সোমবার আপিলের আবেদন করা হবে। মরিয়মকে মহিলা সেলে রাখা হয়েছে। তবে তার জন্য উন্নত সুযোগ-সুবিধার যে ব্যবস্থা করা হয়েছে তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, এটি একেবারেই আমার নিজের সিদ্ধান্ত। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads