• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
১১৩ বছর আগে ডোবা যুদ্ধ জাহাজের সন্ধান

১৮৮৫ সালে যাত্রা শুরু করে এই যুদ্ধ জাহাজ

ছবি : ইন্টারনেট

বিদেশ

১১৩ বছর আগে ডোবা যুদ্ধ জাহাজের সন্ধান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ জুলাই ২০১৮

১১৩ বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের খোঁজ মিলেছে দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপের উপকূলে। গুজব প্রচিলত আছে, রুশ যুদ্ধ জাহাজ দিমিত্রি ডনস্কই ১৯০৫ সালে সোনাসহ বহু মূল্যবান সম্পদ নিয়ে ডুবে যায়। এরপর একাধিকবার জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে বলে দাবি করে অনেক উদ্ধারকারী প্রতিষ্ঠান। কিন্তু কেউই এর সঠিক কোনো তথ্যপ্রমাণ দেখাতে পারেনি। এবার দক্ষিণ কোরীয় ফার্ম দ্য শিনিল গ্রুপ দাবি করেছে, তারা জাহাজটি খুঁজে বের করেছে। খবর বিবিসি।

দক্ষিণ কোরিয়ার শিনিল গ্রুপ দাবি করেছে, তারা ডনস্কইকে খুঁজে পেয়েছে। তারা উদ্ধার কাজের ছবি এবং ভিডিও ফুটেজ ইউটিউবে আপলোড করে চলেছে। কিন্তু এই প্রতিষ্ঠান নিয়েও প্রশ্ন উঠেছে। কারণ তারা দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে সাগরের নিচে উদ্ধার কাজ চালানোর জন্য অনুমতিও নেয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানটি মাত্র জুন মাসে গঠিত হয়েছে। যদিও প্রতিষ্ঠানটি বলছে, তারা ১৯৫৭ সালে গঠিত শিনিল করপোরেশনের উত্তরাধিকারী।

১৮৮৫ সালে যাত্রা শুরু করে এই যুদ্ধ জাহাজ। প্রশান্ত মহাসাগরে রওনা হওয়ার আগে ভূমধ্যসাগর এবং বাল্টিক সাগরেই চলাচল করেছে ডনস্কই। যুদ্ধ জাহাজ হলেও যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়নি এটি। এটি বহরের পেছনে পড়ে যায় এবং জাপানিদের দ্বারা আক্রান্ত হয়। ১৯০৫ সালে ঐতিহাসিক সুশিমা যুদ্ধে জাপানের বিজয় উদযাপনের জন্য ক্রুরা জাহাজটি ফুটো করে দেয়। গুজব আছে ডনস্কই প্রশান্ত মহাসাগরে রুশ বহরের ক্রুদের বেতন এবং ডক ফি পরিশোধের জন্য বিপুল পরিমাণ সোনা নিয়ে আসছিল। বর্তমানে সেই সোনার মূল্য বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু জাহাজটিতে যে সোনা ছিল, আজো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং যুদ্ধ জাহাজে সোনা আনার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক গবেষক। 

রাশিয়ার ফার ইস্টার্ন ফেডেরাল ইউনিভার্সিটির প্রফেসর কিরিল কোলেসনিকেঙ্কো বলেন, যে সময় ট্রেনে বিনা ঝুঁকিতে পাঠানো যায় সে সময় তারা কেন এত বিপুল পরিমাণ সোনা জাহাজে করে পাঠাবে সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবুও এই সোনার সন্ধানেই গত শতকে বেশ কয়েকটি নামি প্রতিষ্ঠান জাহাজের খোঁজ চালিয়ে গেছে। ২০০১ সালে কোরীয় এক প্রতিষ্ঠান জাহাজ খুঁজে পাওয়ার দাবি করে। যদিও দেউলিয়া হয়ে যাওয়ার কারণে তারা আর সেটি তুলতে পারেনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads