• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
উ. কোরীয় সীমান্তে সৈন্য কমানোর কথা ভাবছে দ. কোরিয়া

ছবি : ইন্টারনেট

বিদেশ

উ. কোরীয় সীমান্তে সৈন্য কমানোর কথা ভাবছে দ. কোরিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

দক্ষিণ কোরিয়া উত্তর কোরীয় সীমান্ত অঞ্চল থেকে সৈন্য কমিয়ে আনার কথা বিবেচনা করছে। দু’দেশের মধ্যে যুগান্তকারী সম্মেলনের পর আস্থা স্থাপনের পদক্ষেপ হিসেবে সিউল সৈন্য কমানোর কথা বিবেচনা করছে। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই কথা জানানো হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয় আরো জানায়, তারা অসামরিকীকরণ অঞ্চল থেকে পরীক্ষামূলকভাবে কিছু সৈন্য ও সরঞ্জামাদি সরিয়ে নেবে।

উল্লেখ্য, কোরীয় উপদ্বীপে ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা যুদ্ধটি শান্তিচুক্তির বদলে অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হয়। এর ফলে দুই কোরিয়ায় কার্যত যুদ্ধাবস্থাই চলছিল। কিন্তু গত এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের মাঝে বৈঠকের পর উভয়পক্ষ সীমান্তবর্তী অঞ্চলে সকল ধরনের উস্কানি থেকে বিরত থেকে ‘শান্তিপূর্ণ অঞ্চল’ ঘোষণায় সম্মত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads