• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
সাপ্তাহিক ছুটি তিন দিন!

নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠান সপ্তাহে তিন দিন ছুটি দিচ্ছে কর্মীদের

ছবি : ইন্টারনেট

বিদেশ

সাপ্তাহিক ছুটি তিন দিন!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

সপ্তাহে কাজ করতে হবে মাত্র চার দিন, বাকি তিন দিন ছুটি। অন্যান্য প্রতিষ্ঠান যেখানে দুই দিনই ছুটি দিতে চায় না, সেখানে নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠান সপ্তাহে তিন দিন ছুটি দিচ্ছে কর্মীদের। এতে ওই সংস্থার লাভ হচ্ছে এবং কর্মীরাও খুশি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের নীতিনির্ধারকরা। খবর দ্য গার্ডিয়ান।

প্রচলিত আছে- কাজের দিনের সংখ্যা কমে যাওয়া মানে প্রতিষ্ঠানের ক্ষতি হওয়া। কিন্তু নিউজিল্যান্ডের পারপিচুয়াল গার্ডিয়ান নামের বেসরকারি সংস্থা কাজের দিন কমিয়ে দিয়েছে। ফলে কর্মীদের উৎপাদনশীলতা বেড়েছে। কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রয়েছে এবং কাজ নিয়ে মানসিক চাপও অনেকটাই কমে গেছে। কাজের দিন কমানোয় অফিসের কাজ ছাড়া অন্য প্রয়োজনে ইন্টারনেটের ব্যবহার বন্ধ বা কমিয়েছে বহু কর্মী।

পারপিচুয়াল গার্ডিয়ান মূলত উইল, জমিজমা, ঘরবাড়ি ও সম্পত্তি দেখাশোনার কাজ করে। প্রতিষ্ঠানটিতে ২৪০ জন কর্মী রয়েছেন। গত মার্চ ও এপ্রিল এই দুই মাস প্রতিষ্ঠানটি পরীক্ষামূলকভাবে কর্মীদের কাজের দিনের সংখ্যা চার করেছিল। তাদের বেতন কমানো হয়নি এবং প্রতিদিনের কাজের সময়ও আট ঘণ্টা রাখা হয়েছিল। ওই পরীক্ষামূলক পদক্ষেপে কর্মীরা বেশ ভালোই সাড়া দিয়েছেন।

এ প্রতিষ্ঠানের কর্মীদের ওপর গবেষণা করা ইউনিভার্সিটি অব অকল্যান্ড বিজনেস স্কুলের সিনিয়র লেকচারার হেলেন ডেলেনি জানান, একটা দিন কমায় কাজের প্রতি কর্মীদের উৎসাহ ও দায়বদ্ধতা বেড়েছে। পাঁচ দিনের কাজ চার দিনে করতে হয়েছে। ফলে, অল্প সময়ের মধ্যে বেশি কাজ করার দক্ষতা তারা আয়ত্ত করেছেন। অনেকেই তাড়াতাড়ি কাজ শেষ করার কিছু উদ্ভাবনী কৌশলও বের করেছেন। কাজের সময়ে কেউ যাতে তাদের বিরক্ত না করে, সেজন্য তারা ডেস্কে একটা ছোট পতাকা রেখেছেন।

কর্মদিন কমিয়ে আনার পরিকল্পনাকারী পারপিচুয়াল গার্ডিয়ানের প্রধান নির্বাহী অ্যান্ড্রু বার্নস বলেন, আমার টিমকে আমি একটা উন্নততর কাজের পরিবেশ দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছি। এতে আমার টিম খুব ভালোভাবে সাড়া দিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads