• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বহুতলের গা বেয়ে বিশাল জলপ্রপাত

চীনে এই ভবনটি ওয়াটারফল বিল্ডিং নামে পরিচিত

ছবি : ইন্টারনেট

বিদেশ

বহুতলের গা বেয়ে বিশাল জলপ্রপাত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

শহরের মাঝখানে রাস্তার পাশে বহুতল ভবনের গা বেয়ে নামছে জলরাশি। মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে। ইট, কাঠ ও পাথরের বাড়ির মাঝে যেন অল্প একটু প্রকৃতির ছোঁয়া- সত্যিই নয়নাভিরাম। চীনের দক্ষিণ-পশ্চিমের গুইয়াং শহরে গেলে দেখা যাবে এই দৃশ্য। খবর ডেইলি মেইল।

শহরের মাঝেই বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই লিবিয়ান বিল্ডিং। এর উচ্চতা প্রায় ৩৯৭ ফুট। তার গা বেয়েই এই জলধারা নামছে। এই বহুতলেই ৩৫০ ফুট উচ্চতার কৃত্রিম জলপ্রপাত তৈরি করা হয়েছে। গিঝু লুডিয়া প্রপার্টি ম্যানেজমেন্ট অ্যান্ড কোম্পানি শহরে পর্যটন শিল্প প্রসারের কারণেই এই অট্টালিকায় জলপ্রপাত তৈরির পরিকল্পনা করে। চীনে এই ভবনটি ওয়াটারফল বিল্ডিং নামে পরিচিত। ভবনের ওপরে চারটি ১৮৫ কিলোওয়াটের পাম্প বসানো হয়েছে। তবে সব সময় মানুষ এই জলপ্রপাত দেখে না। বিশেষ উৎসবের সময় ১০-২০ মিনিট চালু করা হয় পাম্প। এ ছাড়া বৃষ্টির পানিও জমিয়ে রাখা হয়। দুই বছর আগে দেশটি এই জলপ্রপাত তৈরি করলেও সম্প্রতি এটি বিশ্বের নজরে আসে। নির্মাতারা জানান, একবার পাম্প করে পানি ওপরে তুলতে খরচ হয় ১২০ ডলারেরও বেশি। তবে এতে পানি নষ্ট হচ্ছে এমন দাবি জানিয়ে পরিবেশপ্রেমীদের কেউ কেউ এই জলপ্রপাতের বিরোধিতা করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads