• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
জেল থেকেই নির্বাচন করবেন লুলা

ছবি : সংগৃহীত

বিদেশ

জেল থেকেই নির্বাচন করবেন লুলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ আগস্ট ২০১৮

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনসিও লুলা ডা সিলভা জেলে থেকে দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে লড়বেন করেছেন। গতকাল শনিবার তার প্রতিষ্ঠিত ওয়ার্কার্স পার্টি থেকেই প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন নিশ্চিত করেন। লুলার প্রতিষ্ঠিত ওয়ার্কার্স পার্টি তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার জন্যই তাকে মনোনয়ন দিচ্ছে। আগামী ৭ অক্টোবর দেশটিতে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সিএনএনের খবর।

এ ছাড়া মধ্য-বামপন্থি পরিবেশকর্মী ম্যারিনা সিলভা তার দলের পক্ষ থেকে ব্রাসিলিয়ায় মনোনয়ন পাবেন। রাজধানীতে সাবেক সাওপাওলোর গভর্নর ও শক্তিশালী প্রার্থী গেরাল্ডো আলকমিন মধ্যডান ব্রাজিলিয়ান সোসাল ডেমোক্র্যাটিক পার্টির (পিএসডিবি) পক্ষ থেকে মনোনয়ন পাচ্ছেন।

এদিকে গতকাল শনিবার ব্রাজিলের তিনটি বড় দলের সম্মেলন হওয়ার কথা রয়েছে। সাওপাওলোতে তৃতীয় এই সম্মেলন ঘিরে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। মনে করা হচ্ছে সিলভা ও আলকমিন দুজনই বিতর্কিত ডানপন্থি জেইর বলসোনারোর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন।

এ বছর দুর্নীতির দায়ে লুলার ১২ বছরের সাজা হয়েছে। তিনি বর্তমানে সাজা ভোগ করছেন। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হতে পারে জেনেও দলের পক্ষ থেকে তাকেই মনোনয়ন দেওয়া হবে। দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও এখনো লুলাই ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় ব্যক্তিত্ব। তিনি ও তার সমর্থকদের দাবি তাকে নির্বাচনের বাইরে রাখতেই মিথ্যা অভিযোগে তাকে জেলে আটকে রাখা হয়েছে। লুলা ও তার ওয়ার্কার্স পার্টি ২০০৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে দেশ পরিচালনা করে। লুলা এই নির্বাচনে অংশ নিতে পারবে কি না সে ব্যাপারে আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছেন। ব্রাজিলের আইন অনুযায়ী কোনো ব্যক্তি ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তার আপিল আবেদন খারিজ হলে সে আর নির্বাচনে অংশ নিতে পারবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads