• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
আল্পসে দুটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৩

ছবি : সংগৃহীত

বিদেশ

আল্পসে দুটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

ইউরোপের আল্পস পর্বতমালার সুইজারল্যান্ডের অংশে একই দিন কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি বিমান বিধ্বস্ত হয়েছে। গত শনিবারের এ দুটি ঘটনায় দুই বিমানের ২৩ আরোহী নিহত হয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

গত শনিবার সকালে দেশটির নিডভালডেন প্রদেশের রেং গিরিপথ এলাকার বনভূমির বেশ ভেতরে ছোট একটি বিমান বিধ্বস্ত হলে একই পরিবারের চারজন নিহত হন। নিহতদের মধ্যে বাবা-মা ও তাদের দুই সন্তান ছিলেন। এর কয়েক ঘণ্টা পর আল্পস পার্বত্য এলাকায় স্থানীয় এয়ারলাইন জেইউ এয়ারের জেইউ-৫২ বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের ১৭ আরোহী ও দুই পাইলট নিহত হন বলে খবরে বলা হয়। তবে বিমানে কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি।

এয়ারলাইনটি নিজেদের ওয়েবসাইটে বলেছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ আমাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো তথ্য নেই। টুইটারে সুইস পুলিশ জানিয়েছে, গাবানডেন প্রদেশের পিজ সিগনাস পর্বতের পশ্চিম পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে, ঘটনাস্থলের উদ্দেশে পাঁচটি হেলিকপ্টার ও বড় একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

দেশটির বেসামরিক বিমান পরিবহন সংস্থার ফেডারেল দফতর ঘটনাস্থলের ওপরের আকাশপথটি বন্ধ করে দিয়েছে। আকাশপথটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৪৫০ মিটার (৮,০৩৮ ফুট) উঁচুতে। বিমান দুটি বিধ্বস্তের কারণ বের করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads