• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কিমকে চিঠি দিয়েছেন ট্রাম্প

ছবি : ইন্টারনেট

বিদেশ

কিমকে চিঠি দিয়েছেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০১৮

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ট্রাম্পের লেখা চিঠিটি গত শনিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। খবর পার্সটুডে।

পম্পেও এক টুইট বার্তায় জানান, সিঙ্গাপুরে আসিয়ান সম্মেলনের অবকাশে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং-হোর সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। এ সময় ফিলিপাইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সাং কিম চিঠিটি হোর কাছে হস্তান্তর করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেন, সাক্ষাতে পম্পেও আবারো হোর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন। হো এতে সম্মতি দিয়ে বলেন, দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনার বহু ক্ষেত্র রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার সিঙ্গাপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। সম্মেলনে দেওয়া বক্তব্যে রি ইয়ং-হো বলেন, গত ১২ জুন ট্রাম্প-কিম বৈঠকে যেসব সমঝোতা হয়েছে তা বাস্তবায়ন করতে পিয়ংইয়ং বদ্ধপরিকর। দুই নেতার সাক্ষাতে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে সমঝোতা হয়। যদিও গত শুক্রবার জাতিসংঘের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল অভিযোগ করেছে, উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads