• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শিকাগোয় আগুনে একই পরিবারের ৮ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

বিদেশ

শিকাগোয় আগুনে একই পরিবারের ৮ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্রের শিকাগোর এক গ্রামে বাড়িতে আগুন লেগে একই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জনই শিশু। আহত আরো দুই কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার সময় তারা ঘুমে থাকায় এত হতাহতের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন পোস্টের খবর।

ওয়াশিংটন পোস্টকে শিকাগো অগ্নিনির্বাপক কমিশনের হোসে সান্টিয়াগো বলেন, আনুমানিক স্থানীয় সময় গত রোববার ভোর ৪টার দিকে আগুন লাগে। খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রায় এক ঘণ্টার মধ্যে পরিবারের আট সদস্যের মৃত্যু হয়। এদের মধ্যে মৃত ছয় শিশুর বয়স ৩ মাস থেকে ১৬ বছরের মধ্যে। এ ছাড়া আরো দুই কিশোর হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে। তাদের দু’জনের বয়সই ১৪ বছর। এ ছাড়া উদ্ধারের সময় এক অগ্নিনির্বাপক কর্মীও আহত হন। তবে তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

শিকাগো ট্রিবিউন জানায়, গত কয়েক যুগের মধ্যে শিকাগোতে এটাই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। হাসপাতালের বাইরেও হূদয় বিদারক দৃশ্য দেখা যায়। পরিবারের যারা বেঁচে আছেন তারা সবাই হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন। এর মধ্যে মৃত শিশুদের মা চিৎকার করে বলছেন, আমি আমার বাচ্চাদের ছেড়ে কোথাও যাব না।

হোসে সান্টিয়াগো বলেন, পাশাপাশি দুই বাড়িতেই আগুন ছড়িয়ে পড়ে। বাড়ি দুটিতেই তারা ভাই-বোনেরা একসঙ্গে যৌথ পরিবারে থাকতেন। ফলে যারা মারা গেছে তারা সবাই একই পরিবারের সদস্য। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি বলে জানান সান্টিয়াগো। পুলিশ তদন্ত শুরু করেছে বলে বলে শিকাগো ট্রিবিউন জানিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads