• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

ছবি : সংগৃহীত

বিদেশ

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৮

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে মঙ্গলবারের এই ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়-ক্ষতি কিংবা সুনামি সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, ইন্দোনেশিয়ার তিমর দ্বীপের কুপাংয়ের ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলের ৮ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা তীব্র কম্পনের কথা বলছেন; যা কয়েক সেকেন্ড ধরে স্থায়ী ছিল।

এদিকে ব্রিটিশ পত্রিকা এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ২৫ আগস্ট লোম্বকে পাঁচ দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। প্যারিসভিত্তিক ইউরোপীয়ান মেডিটেরানিয়ান সিসমোলজি সেন্টার (এএমএসসি) জানাচ্ছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ২৮ কিলোমিটার। তারা জানায়, গেল ৪৯ ঘণ্টায় এটি লোম্বকে তৃতীয় ভূমিকম্পের ঘটনা।

হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়া। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারে অবস্থিত এই দেশ; যেখানে টেকটনিক প্লেটের সংঘর্ষ ও বিশ্বে অাগ্নেয়গিরির অগ্নুৎপাতের অনেকগুলোই হয় এই প্লেটে। ফলে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

২০০৪ সালে দেশটির পশ্চিমাঞ্চলের সুমাত্রা দ্বীপের উপকূলীয় অঞ্চলে ৯ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। এতে ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ২ লাখ ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। এরমধ্যে শুধুমাত্র ইন্দোনেশিয়ায় মারা যায় ১ লাখ ৬৮ হাজার মানুষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads