• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইন্টারনেট জায়ান্টদের বিরুদ্ধে হুঁশিয়ারি বার্তা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ছবি : ইন্টারনেট

বিদেশ

ইন্টারনেট জায়ান্টদের বিরুদ্ধে হুঁশিয়ারি বার্তা ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ আগস্ট ২০১৮

ইন্টারনেট জায়ান্ট গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোম্পানিগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি বার্তায় তিনি বলেন, ‘তাদের খুবই সতর্ক থাকতে হবে।’ বিবিসির জানায়, ইন্টারনেট জায়ান্ট গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘গুগল অনেক মানুষের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

এর আগে মঙ্গলবার সার্চ ইঞ্জিন গুগলকে এক হাত নিয়েছিলেন ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, ‘গুগলে ট্রাম্প নিউজ লিখে সার্চ করলে যেসব রেজাল্ট দেখায় সেগুলো শুধু ফেক নিউজ মিডিয়ার। অন্যভাবে বলা যায়, তারা আমার ও অন্যদের ক্ষেত্রে সাজানো ফল দেখায়। এর ফলে প্রায় সব স্টোরি ও নিউজই নেতিবাচক।’

ট্রাম্প দাবি করেন, ‘ফেক সিএনএন’ বিখ্যাত। রিপাবলিকান/কনজারভেটিভ ও নিরপেক্ষ মিডিয়ার পথ রুদ্ধ। ‘ট্রাম্প নিউজ’ লিখলে যেসব রেজাল্ট দেখানো হয় এর ৯৬ শতাংশই বামপন্থী মিডিয়ার। এটা খুবই বিপদজনক। গুগল এবং অন্যরা কনজারভেটিভদের কণ্ঠ রোধ করছে। তারা ভালো তথ্য ও সংবাদ গোপন করছে। আমরা কী দেখতে পারবো আর কী দেখতে পারবো না; সেটা তারা নিয়ন্ত্রণ করছে। এটি একটি অত্যন্ত গুরুতর অবস্থা।

জবাবে গুগলের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করছে না। আর কোনোরকম রাজনৈতিক মতাদর্শে তারা পক্ষপাতদুষ্ট নয়।

এরপর ফেসবুক ও টুইটারের ওপরও চড়াও হন ট্রাম্প। তিনি বলেন, ‘তাদের সাবধান থাকা উচিত। কারণ জনগণের সঙ্গে আপনারা এমন করতে পারেন না। আমাদের কাছে আক্ষরিক অর্থেই হাজার হাজার অভিযোগ আসছে।’ তবে এই ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সেই সম্পর্কে কোনও আভাস দেননি তিনি। টু্ইটার ও ফেসবুক এখনও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি।

গুগলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক পরামর্শক ল্যারি কুডলো বলেন, ‘ট্রাম্প প্রশাসন খতিয়ে দেখছে যে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্তা নেওয়া হবে কী না। এ বিষয়ে তারা কিছু তদন্ত ও বিশ্লেষণ করবেন।’

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের দাবির তেমন কোনো ভিত্তি নেই। আর তিনি কি ব্যবস্থা নেবেন সেটাও স্পষ্ট নয়। কয়েকজন বলেছেন, সার্চ ইঞ্জিনের ফলাফল পাল্টে দেওয়াটা আইন পরিপন্থী আর এতে করে ইন্টারনেটে গুগলের আধিপত্যের ওপর প্রভাব ফেলতে পারে ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads