• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ফের বদল হচ্ছে টাইম ম্যাগাজিনের মালিকানা

টাইম ম্যাগাজিন

ছবি : সংগৃহীত

বিদেশ

ফের বদল হচ্ছে টাইম ম্যাগাজিনের মালিকানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর ২০১৮

মালিকানা বদলের আট মাসের মাথায় আবারও হাত বদল হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ’টাইম’ এর। বর্তমান মালিক যুক্তরাষ্ট্রের মিডিয়া কোম্পানি মেরেডিথ করপোরেশনের কাছ থেকে সেলসফোর্সের সহ প্রতিষ্ঠাতা মার্ক বেনিঅফ এবং তার স্ত্রী লিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী এই সাপ্তাহিকটি কিনে নিচ্ছেন বলে খবর দিয়েছে বিবিসি।

সরকারি অনুমোদন পেলে আগামী এক মাসের মধ্যে টাইম ম্যাগাজিনের মালিকানা পাবেন এই টেক বিলিনিয়র দম্পতি। বিবিসি জানায়, ১৯ কোটি ডলারের বিনিময়ে ’টাইম’ এর মালিকানা কিনে নিয়েছেন বেনিঅফ দম্পতি।

মেরেডিথ করপোরেশন জানিয়েছে, বেনিঅফ টাইম ম্যাগাজিনের দৈনন্দিন কর্মকাণ্ড বা সাংবাদিকতা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন না। বেনিঅফ দম্পতি টাইমের মালিকানা কিনছেন ব্যক্তিগত ভাবে। এর সঙ্গে সেলসফোর্সের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে মেরেডিথ।

মার্কিন ক্লাউড কম্পিউটিং কোম্পানি সেলসফোর্স ডটকম এর চেয়ারম্যান মার্ক বেনিঅফ বলেন, ’টাইম ম্যাগাজিন একটি আইকন। এই আইকনের প্রতি তার এবং তার স্ত্রীর শ্রদ্ধা রয়েছে।’

বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে প্রচার সংখ্যা কমিয়ে আনতে বাধ্য হয়েছে টাইম। চলতি বছরের শুরুতে টাইম, পিপল, ফরচুন ও স্পোর্টস ইলাস্ট্রেটেডের মত বিশ্বখ্যাত ম্যাগাজিনের প্রকাশক টাইম ইনকরপোরেটেডকে ২.৮৪ বিলিয়ন ডলারে কিনে নেয় মেরেডিথ করপোরেশন। আট মাসের মাথায় আবারও মালিকানা বদল করছে ’টাইম’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads