• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
২০৩৫ নাগাদ তেলের বৈশ্বিক চাহিদা পৌঁছবে ১০ কোটি ব্যারেলে

সংগৃহীত ছবি

বিদেশ

ইউনিপেক প্রেসিডেন্ট

২০৩৫ নাগাদ তেলের বৈশ্বিক চাহিদা পৌঁছবে ১০ কোটি ব্যারেলে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ সেপ্টেম্বর ২০১৮

বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক চাহিদা ২০৩৫ সাল নাগাদ ১০ কোটি ৪৪ লাখ ব্যারেলে ঠেকবে। এখন পণ্যটির দৈনিক চাহিদা ১০ কোটি ব্যারেলের একটু কম। এশিয়ার শীর্ষ পরিশোধক প্রতিষ্ঠান সাইনোপ্যাকের ব্যবসা সংস্থা ইউনিপেক পূর্বাভাসে এমনটি জানিয়েছে।

চীনা প্রতিষ্ঠানটির বরাতে বার্তা সংস্থা রয়টার্স গতকাল এক প্রতিবেদনে বলেছে, নতুন প্রযুক্তির সঙ্গে বাড়ছে তেলের ব্যবহার। বার্ষিক এশিয়া প্যাসিফিক পেট্রোলিয়াম কনফারেন্সে (এপিপিইসি) ইউনিপেক প্রেসিডেন্ট চেন বো জানান, ২০৩৫ সালে উল্লেখযোগ্য হারে বৃদ্ধির আগে উন্নত জ্বালানি ব্যবস্থা ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে তেলের বৈশ্বিক চাহিদা আসছে বছরগুলোয় মন্থর হয়ে যাবে। এতে ২০৩৫ সালের আগের সময়ে তেল পরিশোধনে বৈশ্বিক সক্ষমতায়ও দেখা যাবে শ্লথগতি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের আশঙ্কার চীনের আমেরিকান জ্বালানি তেল ও এলএনজি আমদানিতে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশ্বের শীর্ষ জ্বালানি আমদানিকারক চীন।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) চীনে দৈনিক তিন লাখ ব্যারেল অপরিশোধিত তেল রফতানি করেছে যুক্তরাষ্ট্র। জুলাই পর্যন্ত রফতানি করেছে ৫৬ কার্গো এলএনজি। এ পরিমাণ দেশটির মোট এলএনজি রফতানির ১০ শতাংশ।

এ ছাড়া পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইরানের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাইছে ওয়াশিংটন। এর পরিপ্রেক্ষিতে চাপের মুখে রয়েছে চীনের পাশাপাশি ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারত। নভেম্বর থেকে ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় এখনই অনেক দেশ ইরান থেকে তেল আমদানি কমিয়েছে, আবার অনেকে বন্ধ করে দিয়েছে। চেন জানান, সাইনোপ্যাকও তেল আমদানি কমাবে। তবে এখনো এর পরিমাণ চূড়ান্ত হয়নি।

গতকাল জ্বালানি তেলের দামে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পণ্যটির সরবরাহ বৃদ্ধির আহ্বান জানালেও এ মুহূর্তে তা করতে সম্মত নয় সৌদি আরব ও রাশিয়া। এ কারণে সোমবার তেলের দাম ২ শতাংশ বেড়ে ঠেকে চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। আন্তর্জাতিক বাজারে গতকাল এক পর্যায়ে প্রতি ব্যারেল ব্রেন্ট জ্বালানি তেলের দাম সর্বোচ্চ বেড়ে পৌঁছে ৮০ ডলার ৯৪ সেন্টে, যা ২০১৪ সালের নভেম্বরের পর সবচেয়ে বেশি। এ ছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ২৫ সেন্ট বেড়ে বিক্রি হয় সর্বোচ্চ ৭২ ডলার শূন্য ৩ সেন্টে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads