• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
অর্থনীতিতে নোবেল পেলেন নর্ডহস-রোমার

অধ্যাপক উইলিয়াম নর্ডহস ও পল রোমার

সংগৃহীত ছবি

বিদেশ

অর্থনীতিতে নোবেল পেলেন নর্ডহস-রোমার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

চলতি বছর অর্থনীতি নোবেল পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক উইলিয়াম নর্ডহস ও পল রোমার।  অর্থনৈতিক বিশ্লেষণে জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে একীভূত করে বৈশ্বিক অর্থনীতির কল্যাণে কাজ করায় তারা এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

আজ সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স নোবেলজয়ী হিসেবে এ দুই অর্থনীতিবিদের নাম ঘোষণা করে।

সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবেন।

উইলিয়াম নর্ডহস মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সুইডিশ একাডেমি বলছে, ইয়েল বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক প্রথম ব্যক্তি হিসেবে সংখ্যাত্মক একটি মডেল তৈরি করেছেন যেখানে অর্থনীতি এবং জলবায়ুর মধ্যে পারস্পরিক কাজের বর্ণনা করা হয়েছে।

নিউইয়র্কের ইউনিভার্সিটি স্টার্ন স্কুল অব বিজনেসের অধ্যাপক রমার দেখিয়েছেন কীভাবে অর্থনৈতিক শক্তিগুলো নতুন নতুন ধারণা এবং উদ্ভাবন সৃষ্টির জন্য সংস্থাগুলোর ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির বিকাশের জন্য একটি নতুন মডেল দাঁড় করেছেন তিনি; যা এন্ডোজেন প্রবৃদ্ধি তত্ত্ব নামে পরিচিত।

চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে গত সোমবার এবারের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়। পরদিন মঙ্গলবার ঘোষণা করা হয় চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারপ্রাপ্ত তিন বিজ্ঞানীর নাম। এরপর গত বুধবার রসায়নে এ বছর নোবেলজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়। শুক্রবার ঘোষণা করা হয় শান্তিতে নোবেলজয়ী দুই জনের নাম।

চলতি বছরের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads