• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যায় ডুবে গেছে রাজপথ

ছবি : ইন্টারনেট

বিদেশ

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ অক্টোবর ২০১৮

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে এখনো আরো অনেকে নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবরে বলা হয়, প্রবল বর্ষণের পর বুধবার নর্থ সুমাত্রা প্রদেশের ম্যানদাইলিং নাতাল জেলার প্রায় ২৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। নর্থ সুমাত্রা দুর্যোগ সংস্থার প্রধান রায়দিল লুবিস জানান, ভূমিধসে একটি ইসলামিক বোর্ডিং স্কুল মাটিতে চাপা পড়ে। এতে সেখানে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছে। তিনি এএফপি’কে বলেন, ‘দুর্যোগ, অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মীদের দুর্যোগ কবলিত এ জেলায় পাঠানো হলেও বিভিন্ন এলাকায় ভূমিধসের কারণে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।’

ইন্দোনেশিয়া প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ হওয়ায় সেখানে বন্যা ও ভূমিধস একটি সাধারণ ঘটনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads