• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের জীবনাবসান

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন

সংগৃহীত ছবি

বিদেশ

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের জীবনাবসান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৮

না ফেরার দেশে চলে গেলেন বিশ্ব নন্দিত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন। মাত্র ৬৫ বছর বয়সে মরণব্যাধী ক্যানসারের কাছে হার মানতে হলো তাকে। নন হজকিন্স লিম্ফোমা (এক ধরনের ব্লাড ক্যান্সার) জটিলতায় মারা যান তিনি।

স্থানীয় সময় সোমবার (১৫ অক্টোবর) বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ মার্কিন উদ্যোক্তা।

২০০৯ সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হন অ্যালেন। ওই সময় চিকিৎসায় ভালো হয়ে উঠলেও ১৫ দিন আগে আবারও ক্যান্সার দেখা দেয়। কিন্তু এবার আর সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। যদিও সুস্থ হওয়ার ব্যাপারে অ্যালেন এবং তার চিকিৎসকরা বেশ আশাবাদী ছিলেন।

১৯৭৫-এর দশকে বিল গেটসের সঙ্গে যৌথভাবে অ্যালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠা করেন। সেই সময় অ্যালেনের বয়স মাত্র ২২ বছর ও বিল গেটসের ১৯ বছর। ওই অল্প বয়সেই জীবনে কিছু করার লক্ষ্যে নেমে পড়েন তারা। তখন কম্পিউটার এতটা আধুনিক হয়ে ওঠেনি। বলা যেতে পারে, মাইক্রোসফটই কম্পিউটারকে পুর্নজন্ম দিয়েছে। ১৯৮০ সালটি ছিল এই সংস্থার কাছে সবচেয়ে সুবর্ণ সময়। ওই বছর আইবিএম কর্পোরেশনের কাছ থেকে কম্পিউটার অপারেটিং সিস্টেমের বরাত পায় মাইক্রোসফট।

১৯৮৩ সালে মাইক্রোসফট ছাড়ার পরে ভুলকান সংস্থা গড়েন পল। ফোর্বসের বিচারে তার সম্পদের পরিমাণ ২০.৩ বিলিয়ন মার্কিন ডলার। পল স্ট্রালোলঞ্চ নামে একটি মহাকাশ সংস্থাও স্থাপনা করেছিলেন। সেটি বিশ্বের সর্ববৃহত বিমান বানাচ্ছে। তবে তার এখনও পরীক্ষণ হয়নি। এছাড়া ফুটবল দলের মালিকও ছিলেন তিনি।

পল অ্যালেনের মৃত্যুতে মাইক্রোসফটের আরেক সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেন, বন্ধুদের মধ্যে সবচেয়ে পুরনো ও প্রিয় একজন মারা যাওয়ায় আমি মর্মাহত। তিনি না থাকলে পার্সোনাল কম্পিউটিং এ পর্যায়ে আসতো না। বিল গেটস তার বিবৃতিতে বলেন, লেকসাইড স্কুলের সেই পুরনো দিনগুলো, মাইক্রোসফট প্রতিষ্ঠার সহকর্মী, আমাদের অনেক দিনের মানবকল্যাণ মূলক কাজে পল ছিলেন একজন বিশ্বস্ত ও সত্যিকার বন্ধু।

সোমবার বিকেলে পল অ্যালেনের মৃত্যু নিশ্চিত করে তার বোন জডি জানায়, সবদিক দিয়েই অ্যালেন অন্যরকম ছিলেন। পলের পরিবার ও বন্ধুরা তার সহযোগিতা, মহানুভবতা পেয়ে ধন্য। অনেক ব্যস্ততার মধ্যেও পরিবার ও বন্ধুদের সময় দিতেন তিনি।

পলের পরিবার জানিয়েছে, শুধু প্রযুক্তিবিদ হিসাবেই নয়, সমাজসেবি ও সর্বোপরি মানুষ হিসাবেও তিনি অনন্য ছিলেন। ফলে এই মৃত্যু তাদের কাছে গভীর শোকের। এমনটাই জানিয়েছেন জোডি।

তার প্রয়াণে মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লাও মুখ খুলেছেন। তিনি বলেছেন, পল দুনিয়া বদলের কারিগর ছিলেন। মাইক্রোসফটে ম্যাজিকাল প্রোডাক্ট বানিয়েছেন তিনি। আমাদের সংস্থা ও সমাজে তার অবদান অনন্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads