• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
রোবটের আঁকা ছবির দাম সাড়ে তিন কোটি টাকা!

সাড়ে সাড়ে তিন কোটি টাকা দামের ছবি

সংগৃহীত ছবি

বিদেশ

রোবটের আঁকা ছবির দাম সাড়ে তিন কোটি টাকা!

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০১৮

পাবলো পিকাসো বা ভ্যান গগের আঁকা ছবি লাখ লাখ ডলারে বিক্রি হলেও অখ্যাত কোনো আঁকিয়ের ছবি সেই দামে বিকোবে সেটা আশা করা বোকামি। তারপরেও নিজেদের সঙ্গেই বাজী ধরেছিল নিউইয়র্কের নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি। গেল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি ‘নামহীন’ শিল্পীর আঁকা একটি চিত্রকর্ম বিক্রি করেছে চার লাখ ৩২ হাজার ডলার বা তিন কোটি ৬৯ লাখ টাকায়। ক্রিস্টির ধারণা ছিল সর্বোচ্চ ১০ হাজার ডলারে বিকোবে চিত্রকর্মটি। কিন্তু তাদের অবাক করে দিয়ে এক অজ্ঞাত ব্যক্তি সেটি কিনে নেন ওই দামে। আসলে ফরাসি এক উপন্যাসের এডমন্ড নামের চরিত্রের পোর্টেটি আঁকিয়ে কোনো মানুষ নন। সেটি আঁকে কৃত্রিম বুদ্ধিমত্তার একটি কম্পিউটার। এই ঘটনার আগে কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা কোনো ছবি এর আগে নিলামে ওঠেনি। আর এ কারণেই সেটি বিপুল দামে বিক্রি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিল্পকর্মটির ক্রেতা ফোনে ফোনেই অংশ নেন নিলামে। ইতিহাস তৈরি করা লোকটি অজ্ঞাত কারণেই অজ্ঞাত থাকতে চান বলে জানিয়েছে টাইমস ম্যাগাজিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads