• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

সংগৃহীত ছবি

বিদেশ

ভারতের প্রজাতন্ত্র দিবস

আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত আগস্টে ২০১৯ সালের ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্রাম্পকে আমন্ত্রণ জানায় ভারত। জানুয়ারি মাসে ট্রাম্পের অন্য কর্মসূচি থাকায় তিনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। যদিও নয়াদিল্লি বা ওয়াশিংটন, কোনো তরফেই সরকারিভাবে এ খবর জানানো হয়নি। খবর আনন্দবাজার পত্রিকা। 

এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স প্রেসিডেন্টের আমন্ত্রণ গ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান। কিন্তু গত কয়েক দিন ধরে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হচ্ছে, জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসে ট্রাম্প ভারতে আসতে পারবেন না। কারণ ওই সময় ‘স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেস’ কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিতে সারা বছরের আয়-ব্যয়ের হিসাব থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সংসদের যৌথ অধিবেশনে পেশ করেন প্রেসিডেন্ট। তাতে প্রেসিডেন্টকে সশরীরে হাজির থাকতে হয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে এখনো কোনো বিবৃতি না দিলেও দিল্লির যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, প্রেসিডেন্টের ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউজ মন্তব্য করতে পারে। রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি, নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের কাছ থেকে তেল কেনা, এইচ ওয়ান বি নিয়ে যুক্তরাষ্ট্রের কড়া অবস্থানের মতো বিষয় নিয়ে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্কে বেশকিছু দিন ধরে টানাপড়েন চলছিল। এর মধ্যেই খবর এলো ভারতের প্রজাতন্ত্র দিবসে আসতে পারছেন না ট্রাম্প।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দুইবার ভারত সফর করেন। এরমধ্যে ২০১৫ সালে দেশটির প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্র-ভারত কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। সাধারণত কোনো কূটনীতিক উপস্থিতি নিশ্চিত করার পর তাকে আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads