• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
প্রেমের টানে রাজপরিবার ত্যাগ

রাজকুমারী আয়াকো ও কেই মরিয়ার

ছবি : ইন্টারনেট

বিদেশ

প্রেমের টানে রাজপরিবার ত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ অক্টোবর ২০১৮

প্রবাদ আছে- প্রেম মানে না ধনী-গরিব, রাজা-প্রজা। সেটা আবারো সত্যি প্রমাণ করে করে এক সাধারণ পরিবারের ছেলেকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে রাজপরিবার ছাড়লেন আরেক জাপানি রাজকুমারী। গত সোমবার রাজকুমারী আয়াকো (২৮) বিয়ে করেছেন জাহাজ কোম্পানি নিপ্পন ইউজেনের কর্মকর্তা কেই মরিয়ার (৩২) সঙ্গে। সম্রাট আকিহিতোর প্রয়াত চাচাতো ভাই যুবরাজ তাকামাদোর তৃতীয় সন্তান আয়াকো। খবর বিবিসি।

এর আগে গত মে মাসে জাপানের আরেক রাজকুমারী সম্রাট আকিহতোর নাতনি মাকো এক সাধারণ পরিবারের সন্তানকে বিয়ে করেন। রাজপরিবারের বিধান অনুযায়ী, কোনো রাজকুমারী সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজপরিবারের উত্তরাধিকার ত্যাগ করতে হয়। সোমবার মেইজি মন্দিরে রাজকুমারী আয়াকোর বিয়ে হয়। এ সময় তিনি পরেছিলেন একাধিক ভাঁজের কিমোনো। আর বর কেই মরিয়ার পরনে ছিল কালো লম্বা কোট ও ধূসর রঙের প্যান্ট। বিয়ের অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে আয়াকো বলেন, এই বিয়ে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, আমি খুশি। মেইজি মন্দিরে এসে এত লোকজন আমাদের শুভেচ্ছা জানাবে তা ভাবতে পারিনি। এটা দেখে আমি অত্যন্ত আনন্দিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads