• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নিউ ক্যালেডোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

বিদেশ

নিউ ক্যালেডোনিয়ায় স্বাধীনতার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

স্বাধীনতা পেতে প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের অধীনে থাকা অঞ্চল নিউ ক্যালেডোনিয়ায় গতকাল রোববার গণভোটে হয়েছে। এর অধিবাসীরা অঞ্চলটি ফ্রান্সের অধীনে থাকবে নাকি স্বাধীন হবে, সেই প্রশ্নে হ্যাঁ-না ভোটে অংশ নিয়েছেন। খবর বিবিসি।

বিচ্ছিন্নতাবাদী কানাক অঞ্চলের লোকজনের সঙ্গে করা চুক্তির শর্ত অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হলো। দুই দশক আগে স্বাধীনতা চেয়ে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী কানাক লোকজনের সহিংস প্রচারণা শুরু করলে গণভোটের প্রতিশ্রুতি দিয়ে একটি চুক্তি করে ফ্রান্স। এই নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতাকামী সংগঠনগুলো ফ্রান্সের ঔপনিবেশিক কর্তৃত্বের শিকল ছিঁড়ে ফেলতে কানাক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে। ফল কী হবে তা আজ জানা যাবে। তবে গণভোটপূর্ববর্তী জরিপে দেখা গেছে, বহু লোক স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে পারেন। কারণ এ দ্বীপ প্রতিবছর ফরাসি সরকারের কাছ থেকে দেড় বিলিয়ন ডলার সহায়তা পেয়ে থাকে। অস্ট্রেলিয়ার পূর্বে অবস্থিত নিউ ক্যালেডোনিয়ার জনসংখ্যা ১ লাখ ৭৫ হাজার। কানাক অঞ্চলে আসন সংখ্যা ৫০ শতাংশের কম। তাই শুধু কানাকের ভোট দিয়ে স্বাধীনতা অর্জন সম্ভব নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads