• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাংলাদেশিকে পুরস্কৃত করল সৌদি আরব

সৌদি আরবের জাতীয় পতাকা

প্রবাস

বাংলাদেশিকে পুরস্কৃত করল সৌদি আরব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ নভেম্বর ২০১৮

সৌদি আরবের জাতীয় পতাকাকে সম্মান দেখানোয় দাম্মামে বসবাসরত এক বাংলাদেশিকে পুরস্কৃত করেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক সরকার। পুরস্কার পাওয়া বাংলাদেশি মোহাম্মদ মুলতাজিম। পরিচ্ছন্নতাকর্মী মুলতাজিমের হাতে পুরস্কার তুলে দেন পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মেয়র ফাহাদ বিন মোহাম্মদ আল জুবায়ের। সৌদি গেজেটসহ দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদটি ছাপা হয়েছে এবং লেখা হয়েছে বিশেষ নিবন্ধ। বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, প্রচণ্ড ঝড় ও বাতাসে সৌদি আরবের পতাকা নিচে পড়ে যায়। এ সময় রাস্তায় কাজ করছিলেন পরিচ্ছন্নতাকর্মী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ মুলতাজিম। তিনি তার কাজ ফেলে ছুটে গিয়ে পতাকাটি কাঁধে জড়িয়ে নেন। এ দৃশ্য দেখে কোনো এক সৌদি নাগরিক ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মেয়র এ ছবি দেখে মোহাম্মদ মুলতাজিমকে সম্মানিত করার সিদ্ধান্ত নেন।

বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীকে সম্মান জানানোর অনুষ্ঠানে আরো ছিলেন পশ্চিমাঞ্চলীয় প্রদেশের ডেপুটি মেয়র সালেহ আল মুলহিম, মেয়রের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আল সুফিয়ান ও অন্য কর্মকর্তারা। এ সময় মেয়র ফাহাদ বিন মোহাম্মদ আল জুবায়ের বাংলাদেশি নাগরিকের প্রশংসা করে বলেন, তিনি শুধু সততা ও নিষ্ঠার সঙ্গে তার কাজ করেননি বরং জটিল পরিস্থিতিতে সৌদি পতাকা মাটি থেকে উঠিয়ে একটি মহৎ কাজ করেছেন।

এদিকে এ ঘটনায় সৌদি আরবের বিভিন্ন পত্রিকায় বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীদের কাজের সততা ও প্রশংসা করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা বাড়াতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads