• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ইয়েমেনে সরকার-হুথি সংঘর্ষে নিহত ১৪৯

সংগৃহীত ছবি

বিদেশ

ইয়েমেনে সরকার-হুথি সংঘর্ষে নিহত ১৪৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

ইয়েমেনে হোদেইদা শহরে সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৪৯ জন নিহত হয়েছে। এদের মধ্যে বহু বেসামরিক নাগরিকও রয়েছেন। স্থানীয় চিকিৎসক ও সামরিক সূত্র গতকাল সোমবার হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে বলে নিউজ এশিয়া ও বিবিসি জানিয়েছে।

গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদার স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, রাতারাতি সংঘর্ষে ১১০ হুথি বিদ্রোহী এবং সরকারি বাহিনীর ৩২ সদস্য নিহত হয়েছে। সৌদি সমর্থিত জোটের সঙ্গে সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের লক্ষ করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। এ সংঘর্ষে আরো সাত বেসামরিক লোক নিহত হয়েছে বলেও একটি সামরিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ইয়েমেনের বন্দরনগরী হোদেইদায় গত ১০ দিন ধরে উভয়পক্ষের মধ্যে ব্যাপক যুদ্ধ চলছিল। তবে সৌদি সমর্থিত সেনাবাহিনী ছয় লাখ বাসিন্দার এই শহরের বেসামরিক এলাকায় ঢুকে পড়ায় সাধারণ জনগণ আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তবে গত ২৪ ঘণ্টার ব্যাপক যুদ্ধে দু’পক্ষেরই বহু লোক মারা গেল। হুথি বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে হোদেইদা নিয়ন্ত্রণ করছে। তবে এবার সৌদি জোটের আক্রমণের মুখে শিগগিরই বন্দরের নিয়ন্ত্রণ সৌদি জোটের হাতে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এ ছাড়া ইয়েমেনে মানবিক সহায়তা পৌঁঁছানোর অন্যতম বন্দর হচ্ছে হোদেইদা। সেখানে প্রায় দেড় কোটি মানুষের অর্ধেকই দুর্ভিক্ষের মধ্যে বসবাস করছেন। জাতিসংঘ জানিয়েছে, প্রতি ১০ মিনিটে একজন শিশু প্রাণ হারাচ্ছে ইয়েমেনে।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে সংঘাত শুরু হয়। এরপরেই রাজধানী সানা দখল করে নেয় হুথি বিদ্রোহীরা। ২০১৫ সালে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি জোট। চলতি বছরের জুনে হোদেইদা দখলের জন্য নতুন করে অভিযান শুরু করে জোট। এরপর থেকেই দু’পক্ষের লড়াই চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক নাগরিকরা।

সৌদি আগ্রাসন বন্ধের আহ্বান যুক্তরাজ্যের : ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। গতকাল সোমবার রিয়াদ সফরের প্রাক্কালে এক বিবৃতিতে এ আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। তিনি বলেন, ইয়েমেন যুদ্ধে মানবিক ক্ষতি ধারণাতীত। লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া, দুর্ভিক্ষ, মহামারী ও রক্তপাত বন্ধে রাজনৈতিক সিদ্ধান্তই একমাত্র সমাধান হতে পারে। এর মাধ্যমেই অস্ত্রের ঝনঝনানির বদলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ প্রক্রিয়ায় সবাইকে অঙ্গীকারাবদ্ধ করতেই উপসাগরীয় অঞ্চলে আমার এ সফর। সফরে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এসব বৈঠকে ইয়েমেন ইস্যু ছাড়াও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাবেন জেরেমি হান্ট। ইতোমধ্যেই এ হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের জন্য রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads