• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
টিয়ারশেল ক্যানে ফুলের চারা

সংগৃহীত ছবি

বিদেশ

টিয়ারশেল ক্যানে ফুলের চারা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৮

ছিল টিয়ারশেল ক্যান- সেগুলোই এখন হয়ে গেল ফুল গাছের টব। ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনের গাজা উপত্যকার পশ্চিম তীরবর্তী ‘বিলিন’ গ্রামে। এখানকার অধিবাসীরা তাদের ওপর ছোড়া ইসরাইলি বাহিনীর টিয়ার গ্যাসের ক্যানে ফুলের চারা রোপণ করেছে। এর মাধ্যমে তারা বিভিন্ন সময়ে ইসরাইলিদের হাতে নিহত ফিলিস্তিনি বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অভিনব উপায় বের করছে। গ্রামের বাসিন্দা মুহাম্মদ খাতিব জানান, অভিনব এই বাগানটি মূলত মৃত্যু থেকে জীবনের সূচনার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে। ২০০৯ সালে এক বিক্ষোভে ইসরাইলের নিক্ষেপ করা টিয়ারশেলের ক্যান বুকে লেগে বাসেম আবু রামেহ নামে একজন গ্রামপ্রধান নিহত হন। তার স্মরণে প্রথম এই বাগানটি তৈরি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads