• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ইরাকে ৮০ শতাংশ শিশু সহিংসতার শিকার

ছবি : সংগৃহীত

বিদেশ

ইরাকে ৮০ শতাংশ শিশু সহিংসতার শিকার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

ইরাকের শতকরা ৮০ ভাগ শিশুই বাড়ি কিংবা স্কুলে সহিংসতার শিকার হয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ পরিচালিত এক জরিপে এ কথা বলা হয়। খবর আনাদোলু এজেন্সি ও সিনহুয়া।

গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ইউনিসেফ জানায়, দেশটির বেশিরভাগ দরিদ্র শিশু সরকারি সহায়তা পায় না। এ কারণে তাদের শিক্ষাগ্রহণ ঝুঁকির মুখে রয়েছে। ইরাকের ৯২ শতাংশ শিশুই প্রাইমারি স্কুলে ভর্তি হয়। তাদের বেশিরভাগই দরিদ্র পরিবার থেকে আসা। তবে উপরের শ্রেণিতে উঠতে উঠতে অনেক শিক্ষার্থীর ঝরে পড়ে। দেশটিতে দরিদ্র পরিবারের মাত্র ২৫ শতাংশ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করতে সক্ষম হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণ প্রয়োজন। দেশটির অর্ধেক সরকারি স্কুলেরই পুনর্বাসন জরুরি হয়ে পড়েছে। শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধ করতে প্রতিটি স্কুলে একাধিক শিফট-ব্যবস্থা চালু করতে হবে।

দরিদ্র শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ইরাকি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইউনিসেফ। শিশুদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। অনেক বছর ধরে যুদ্ধ চলার কারণে দেশটির স্কুলভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। বেড়েছে দরিদ্র লোকের সংখ্যা। গত ৭ বছরে সহিংসতার শিকার হওয়া শিশুর হার আরো বেড়েছে। শিশুদের সকল ধরনের বৈষম্য সহিংসতা থেকে রক্ষা করতে হবে। দেশটির কর্মকর্তারা জানান, এ পরিস্থিতি পরিবর্তনে ২০২২ সালের মধ্যে অন্তত ২০ হাজার স্কুল প্রয়োজন। দেশটিতে ১৫ বছরের কম বয়সী রয়েছে ১ কোটি ৫১ লাখ ৫০ হাজার ৪২৮ জন। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ৪৫ শতাংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads