• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
 কাশ্মিরে গোলাগুলিতে সৈন্যসহ নিহত ৫

ছবি : ইন্টারনেট

বিদেশ

কাশ্মিরে গোলাগুলিতে সৈন্যসহ নিহত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০১৮

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনী ও স্বাধীনতাকামীদের মধ্যে গোলাগুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক সৈন্যও রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো তিন সৈন্য। গতকাল মঙ্গলবার ভোরে রাজ্যের শোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। খবর এনডিটিভির।

ভারতীয় সেনাবাহিনীর প্যারাট্রুপার সৈন্য, রাজ্য পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যৌথ দল শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার দূরে নদিগামে তল্লাশি অভিযান চালানোর সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে স্বাধীনতাকামীরা। ওই এলাকায় স্বাধীনতাকামীরা লুকিয়ে আছে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীর যৌথ দল ভোররাতে সেখানে অভিযান শুরু করে।

ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর স্থানীয় মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া অভিযানে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। উল্লেখ্য, দুদিন আগে একই জেলার রেব্বান এলাকায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মিরের স্বাধীনতাকামী গোষ্ঠী আল-বদরের দুই সদস্য নিহত হয়। একই দিন পুলওয়ামাতে গুলিতে নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads