• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পাকিস্তান অচল করার ডাক আটক রিজভির

কট্টরপন্থী ধর্মগুরু খাদিম হুসেন রিজভি

ছবি : ইন্টারনেট

বিদেশ

পাকিস্তান অচল করার ডাক আটক রিজভির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ নভেম্বর ২০১৮

ধর্মদ্রোহে অভিযুক্ত আসিয়া বিবির মুক্তির বিরুদ্ধে পাকিস্তান অচল করার ডাক দিয়েছিলেন কট্টরপন্থী ধর্মগুরু খাদিম হুসেন রিজভি। শুক্রবার রাতে সেই রিজভিকে গ্রেফতার করেছে পুলিশ। যার জেরে ফের দেশে বড় অশান্তি ছড়ানোর আশঙ্কা করছে পুলিশ।

২০১০ সালে ধর্মদ্রোহিতার অভিযোগে খ্রিস্টান ধর্মাবলম্বী আসিয়া বিবিকে ফাঁসির সাজা দিয়েছিল আদালত। অভিযোগ, প্রতিবেশীরা তাদের গ্লাসে জল খেতে না দেওয়ায় ইসলাম সম্পর্কে কটূক্তি করেছিলেন আসিয়া। যদিও তা প্রথম থেকেই অস্বীকার করেছেন তিনি। সম্প্রতি আসিয়ায় মৃত্যদণ্ড রদ করে তাকে মুক্তির নির্দেশ দেয় সে দেশের সুপ্রিম কোর্ট। যার জেরে খেপে ওঠে কট্টরপন্থী সংগঠনগুলি। তাদের দাবি, আসিয়া বিবিকে মুক্তি দিয়ে চুক্তিভঙ্গ করেছে সরকার। খাদিম হুসেন রিজভির ডাকে টানা তিন দিন পাকিস্তানের বড় শহরগুলি পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তেহরিক-ই-লাবাইক। যে বিচারপতি আসিয়া বিবির মুক্তির রায় দিয়েছেন, তাকে খুনের নির্দেশ দেয় তার পাচক ও পারিচারককে।

গতকাল রাতে লাহোর থেকে রিজভিকে গ্রেফতারের পরে তার সমর্থকদের সঙ্গে একদফা সংঘাত হয় পুলিশের। তার ছেলে সাদ রিজভি বলেছেন, ‘রাতে আমাদের মাদ্রাসায় চড়াও হয়ে শ্রদ্ধেয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।’ গ্রেফতার হন তার কিছু সমর্থকও। সরকারের তরফে জানানো হয়েছে, ওই ধর্মগুরুকে সুরক্ষিতভাবে হেফাজতে রেখেছে পুলিশ। তাকে একটি গেস্ট হাউসে পাঠানো হয়েছে। পাক তথ্যমন্ত্রী টুইট করে বলেছেন, ‘রবিবার শহীদ দিবস পালনের জন্য সমর্থকদের বিক্ষোভে নামার নির্দেশ দিয়েছিলেন রিজভি। জনজীবন শান্ত রাখতে গ্রেফতার করা হয়েছে তাকে। এর সঙ্গে আসিয়া বিবির মামলার কোনো যোগ নেই।’

চলতি মাসের শুরুতে জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে আত্মগোপন করে আছেন ৫৪ বছরের আসিয়া বিবি। প্রাণনাশের আশঙ্কায় অন্য দেশে আশ্রয় চেয়েছে তার পরিবার। তেহরিক-ই-লাবাইকের হুঁশিয়ারি, আসিয়া দেশ ছাড়লে ফের পাকিস্তান অচল করে দেবে তারা। প্রকাশ্যে আসিয়াকে ফাঁসি দেওয়ার দাবি তুলেছে সংগঠনটি। আসিয়াকে মুক্তি দেওয়ায় সরকার ফেলে দেওয়ার ডাক পর্যন্ত দেন দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আফজাল কাদরি। যদিও পাক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত। এই পরিস্থিতিতে গতরাতে রিজভির গ্রেফতারের পর ফের বিক্ষোভ মাথাচাড়া দেওয়ার আশঙ্কা করছে প্রশাসন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads