• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
অন্যকে ফাসাতে গিয়ে উসমান খাজার ভাই গ্রেফতার

আরসালন খাজা (মাঝে)

ছবি : ইন্টারনেট

বিদেশ

অন্যকে ফাসাতে গিয়ে উসমান খাজার ভাই গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ ডিসেম্বর ২০১৮

পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার সুবাদে অজি ক্রিকেটার উসমান খাজাকে নিয়ে বিতর্ক কম হয়নি। এবার তার ভাই আরসালনকে ঘিরে তৈরি হয়েছে ভয়ানক এক বিতর্ক। ভুয়া সন্ত্রাসবাদ ষড়যন্ত্রের অপরাধে তাকে গ্রেফতার করেছে সিডনি পুলিশ।

তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে হত্যা পরিকল্পনার ভুয়া ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। আদতে যাকে ঘিরে এই ঘটনার সূত্রপাত সেই ব্যক্তির সঙ্গে নারী সংক্রান্ত বিবাদে জড়ানোতে তাকে ফাঁসাতেই এই ফাঁদ পেতেছিলেন আরসালান। ৩৯ বছর বয়সী আরসালানের বিরুদ্ধে বানোয়াট নৈথি তৈরি ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হচ্ছে।

প্রথমে ভুলক্রমে আগস্টে এই অভিযোগে গ্রেফতার করা হয় মোহাম্মদ নিলার নিজামদীনকে। নিউ সাউথ ওয়েলসের পিএইচডির এই ছাত্রের সঙ্গে একটি নোটবুকও জব্দ করা হয়। তাতে হামলার নকশা ও বিস্তারিত ছিলো। যদিও এই নোটবুকের হাতের লেখার সঙ্গে তার হাতের লেখার কোনো মিল না থাকায় তাকে ছেড়ে দেয় পুলিশ। ঘটনাক্রমে এমন বানোয়াট নথি তৈরির দায়ে গ্রেফতার করা হয় আরসালান খাজাকে।

পরে জানা যায় ব্যক্তিগত আক্রোশের জেরেই এমনটি করেছেন আরসালান। এমন ঘটনায় পর নড়ে উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট। যখন এমন খবর ছড়িয়ে পড়ে তখন উসমান ব্যাট করছিলেন নেটে। সামনেই ভারতের বিপক্ষে উদ্বোধনী টেস্ট। তাকে ঘিরে সেখানে জড়ো হয়েছে মিডিয়া। পূর্বে প্রস্তুত হয়ে থাকা এই ব্যাটসম্যান জানান, ‘এটা এখন পুলিশের তদন্তের বিষয়। তাই এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না। তবে এই মুহূর্তে আমার ও পরিবারের গোপনীয়তার বিষয়টি যেন শ্রদ্ধার সঙ্গে দেখা হয় সে বিষয়ে আপনাদের সহায়তা চাইছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads