• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
তাজমহলে প্রবেশের মূল্য বাড়ল

তাজমহল

ছবি : ইন্টারনেট

বিদেশ

তাজমহলে প্রবেশের মূল্য বাড়ল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

বাড়ানো হলো তাজমহলে প্রবেশের মূল্য। তাজমহলের মূল সমাধি দেখতে হলে এখন থেকে ২০০ রুপি মূল্যের আরেকটি টিকেট কিনতে হবে দর্শনার্থীদের। গতকাল সোমবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। খবর এনডিটিভির।

আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার প্রধান বসন্ত স্বর্ণকার জানান, ১৭ শতাব্দীতে নির্মিত মূল সমাধিটি দেখতে এখন থেকে ভারতীয় দর্শনার্থীদের ২৫০ রুপি এবং বিদেশি পর্যটকদের ১,৩০০ রুপি খরচ করতে হবে। আর সার্ক দেশগুলোর পর্যটকদের ৫৪০ রুপির স্থলে ৭৪০ রুপি খরচ হবে। নতুন এ টিকেট পদ্ধতি মূল সমাধি পর্যন্ত যাওয়া দর্শনার্থীর সংখ্যা হ্রাস করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

শুধু ভারতীয় নয়, সব ধরনের দশনার্থীকে মূল সমাধিতে প্রবেশ করতে হলে ২০০ রুপির আরেকটি টিকেট কিনতে হবে। যেসব ভারতীয় দর্শনার্থী শুধু ৫০ রুপির টিকেট কিনবেন তারা মূল সমাধিতে প্রবেশের অনুমতি পাবেন না। তারা কেবল তাজের চারপাশে ঘুরতে পারবেন এবং পেছনের অংশে গিয়ে যমুনা নদীর তীর থেকে তাজমহল দেখতে পারবেন। তাজমহলকে মুঘল স্থাপত্যের সবচেয়ে সেরা নিদর্শন বিবেচনা করা হয়। ১৯৮৩ সালে তাজমহল ইউনেস্কোর ওয়ার্ল্ড হ্যারিটেজে অন্তর্ভুক্ত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads