• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

ছবি : ইন্টারনেট

বিদেশ

দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

ভারত আবারো দূরপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। গতকাল সোমবার অডিশা থেকে নিক্ষেপ করা হয় অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্রটি। এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা এটি। খবর এনডিটিভি ও ইকোনমিক্স টাইমস।

এ নিয়ে গত ছয় মাসের মধ্যে দেশটি দ্বিতীয়বারে মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। এর আগে গত জুনে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমি থেকে ভূমিতে আঘাত আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির সীমা ৫ হাজার কিলোমিটার। ভদ্রক জেলার আবদুল কালাম দ্বীপ থেকে এটি নিক্ষেপ করা হয়। পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্য স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড অ্যান্ড দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করে। এ নিয়ে সপ্তমবার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হলো। প্রতিবরাই এটির উন্নতি হয়।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads