• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বেসামরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল কাশ্মির

ছবি : সংগৃহীত

বিদেশ

বেসামরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল কাশ্মির

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

নিরাপত্তাবাহিনীর গুলিতে বেসামরিকদের নিহতের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ভারত নিয়ন্ত্রিত কাশ্মির। গত শনিবার ভোরে পুলওয়ামার সিরনু গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। তাদের গুলিতে ৭ বেসামরিক নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো ৭০ জন। খবর ইকোনমিক টাইমস।

এই হত্যার প্রতিবাদে স্বাধীনতাকামীরা ৩ দিনের হরতাল ডেকেছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে গতকাল রাস্তায় নেমে বিক্ষোভ করে স্থানীয় জনগণ। নিহত প্রত্যেকেরই মাথা ও বুকে গুলি চালানো হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। বেসামরিক ব্যক্তি হত্যার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে স্থানীয় প্রশাসন। রাজ্যপাল কাশ্মিরের ডিভিশনাল কমিশনারকে ঘটনা তদন্তের আদেশ দিয়েছেন। এ ছাড়া সংঘর্ষস্থল থেকে নিরাপদ দূরে থাকতে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছেন।

পুলিশ দাবি করেছে, গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। তল্লাশির সময় জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। এ ছাড়া স্থানীয়রা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এ সময় স্থানীয়রা বিক্ষোভ করছিল এবং সেনাবাহিনীর গাড়িতে উঠে পড়ার চেষ্টা করলে বাধ্য হয়ে তারা গুলি চালায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads