• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
মালদ্বীপকে ১৪০ কোটি ডলার দিচ্ছে ভারত

ছবি : সংগৃহীত

বিদেশ

সাবেক প্রেসিডেন্ট ইয়ামিনের ৬৫ মিলিয়ন ডলার জব্দ

মালদ্বীপকে ১৪০ কোটি ডলার দিচ্ছে ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

মালদ্বীপকে ১৪০ কোটি ডলার আর্থিক সহযোগিতা দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত। গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় উপস্থিত ছিলেন ভারত সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম সোলিহ। খবর এনডিটিভি।

মোদি বলেন, মালদ্বীপের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সহযোগিতা বাজেট সমর্থন, মুদ্রা বিনিময় চুক্তি ও লাইন অব ক্রেডিট হিসেবে দেওয়া হবে। গত সেপ্টেম্বরে মালদ্বীপের সাধারণ নির্বাচনে জয়ী হন সোলিহ। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন তিনি। আগের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের সঙ্গে চীনের বেশ ঘনিষ্ঠতা ছিল। এদিকে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। গত রোববার দেশটির আদালত তার অ্যাকাউন্টের সাড়ে ৬ মিলিয়ন ডলারের লেনদেন স্থগিত করতে আদেশ দেয়।

গত শনিবার পুলিশ ইয়ামিনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তিনি গত সেপ্টেম্বর মাসে নির্বাচনে পরাজিত হন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পুনরায় নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনের সময়  তিনি অবৈধভাবে প্রায় দেড় মিলিয়ন ডলার গ্রহণ করেছিলেন। এর আগে পুলিশ জানায়, তাদের কাছে অভিযোগ এসেছে, ক্ষমতায় থাকাকালে সাবেক এই প্রেসিডেন্টের ব্যক্তিগত অ্যাকাউন্টে দুবার সন্দেহজনকভাবে অর্থ জমা হয়। তিনি তার শাসনামলে বহু বিরোধী নেতাকে জেলে অথবা নির্বাসনে পাঠিয়েছেন। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন।

গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সোলিহর কাছে পরাজিত হন ইয়ামিন। সোলিহর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোদি। তার উপস্থিতি মালদ্বীপের সঙ্গে ভারতের হারিয়ে যাওয়া সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। শপথ অনুষ্ঠানের পর দুই দেশের শীর্ষ বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। তাতে মালদ্বীপের অর্থনীতিকে চাঙ্গা করতে ভারত সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। এ ছাড়া সন্ত্রাসবাদ দমনে যৌথ সহযোগিতার বিষয়েও জোর দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads