• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের হস্তক্ষেপ অশোভন : সৌদি

ছবি : ইন্টারনেট

বিদেশ

খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের হস্তক্ষেপ অশোভন : সৌদি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

সাংবাদিক জামাল খাশোগির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রের সিনেটের ভোটাভুটিকে অশোভন হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে সৌদি আরব। এ ছাড়া সিনেটের এমন অবস্থানে তাদের নীতি প্রতিফলিত হয়নি মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ। গতকাল সোমবার এক বিবৃতিতে নিজেদের এ অবস্থান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসি ও আলজাজিরা।

বিবৃতিতে বলা হয়, সিনেটের সাম্প্রতিক সময়ের অবস্থানের মূলে রয়েছে ভিত্তিহীন অভিযোগ। এটি অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সৌদির ওপর অশোভন হস্তক্ষেপ। সৌদি নাগরিক জামাল খাশোগির হত্যাকাণ্ড একটি নিন্দনীয় অপরাধ। এতে আমাদের দেশের নীতি প্রতিফলিত হয়নি, আমরা আগেই এটা জানিয়েছি। এই ঘটনাকে কেন্দ্র করে সৌদিকে ন্যায়বিচারের পথ থেকে বিচ্যুত করার যেকোনো উদ্যোগ আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি।

গত ১৩ ডিসেম্বর সিনেটে খাশোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করে উত্থাপিত প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে বলা হয়, এই হত্যাকাণ্ডের ঘটনায় সৌদিকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। প্রস্তাবে নৃশংস এ হত্যার নির্দেশদাতা হিসেবে  যুবরাজকে দায়ী করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রিয়াদ।

খাশোগি হত্যাকাণ্ড ছাড়া ইয়েমেনে নৃশংসতার জন্যও সৌদিকে দায়ী করে দেশটিতে অস্ত্র বিক্রি নিষিদ্ধের পক্ষেও মত দেন সিনেটররা। তবে এই প্রস্তাব আদৌ বাস্তবায়িত হবে কি-না তা নিয়ে সন্দেহ রয়েছে। প্রস্তাবটিকে আইনে পরিণত করতে গেলে প্রয়োজন কংগ্রেসের সমর্থন। কিন্তু সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্য রিপাবলিকান। তাদের মতে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরানকে ঠেকাতে সৌদি আরবের সহায়তা দরকার যুক্তরাষ্ট্রের।

সিনেটরদের ৫৬ জন্য অস্ত্র বিক্রি বন্ধের পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ৪১ জন। ইয়েমেনের কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে সিনেটে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়েছেন সাতজন রিপাবলিকান। সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান ও রিপাবলিকান সিনেটর বব কোরকার বলেন,  খাশোগিকে হত্যার বিষয়ে সিনেট যুবরাজ মোহাম্মদকে দায়ী করার বিষয়ে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এটা দেশটির জন্য খুবই কড়া একটি বার্তা। আমরা যেসব মূল্যবোধকে ধারণ করি তা এই  প্রস্তাবনার মূল প্রেরণা।

ইয়েমেনের বিষয়ে ভোটাভুটি হওয়ার পর সিনেটে খাশোগির হত্যায় জড়িত থাকার অভিযোগে যুবরাজকে দায়ী করে উত্থাপিত প্রস্তাবে ভোটাভুটি হয়। প্রস্তাবনায় আরো বলা হয়, খাশোগি হত্যায় সৌদিকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। যদিও দেশটির সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখার পক্ষে মত ব্যক্ত করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবরই যুবরাজের পক্ষে অবস্থান  নেন। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানকে ঠেকানো ছাড়াও ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার জন্যও সৌদিকে পাশে পাওয়া দরকার। রিয়াদের সমর্থন ছাড়া ইয়েমেন শান্তি আলোচনা ব্যর্থ হতে পারে। তাছাড়া, ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রতিষ্ঠার যে চুক্তি নিয়ে কাজ করেছে যুক্তরাষ্ট্র, তাতেও সৌদির ভূমিকাকে অপরিহার্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads