• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
বঞ্চনাই বাংলাদেশের সৃষ্টির কারণ

পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান

ছবি : ইন্টারনেট

বিদেশ

লাহোরে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান

বঞ্চনাই বাংলাদেশের সৃষ্টির কারণ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৪ ডিসেম্বর ২০১৮

দেশের জনগোষ্ঠীর সবার অধিকার নিশ্চিত না করা হলে অসন্তোষ দানা বাঁধতে পারে বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  ভারতের বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহের বক্তব্য নিয়ে বিতর্কের মধ্যে গত শনিবার লাহোরে এক অনুষ্ঠানে সাবেক এই ক্রিকেট তারকা বলেন, দুর্বলের প্রতি ন্যায়বিচার না হলে তা তাদের বিদ্রোহের দিকে নিয়ে যায়। বক্তব্যে ইমরান খান বঞ্চনা, বিচারহীনতা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের কথা উল্লেখ করেন।

ইমরান খান বলেন, ‘পাকিস্তানের রাজ্য পূর্ব পাকিস্তানের জনগণকে তাদের অধিকার দেওয়া হয়নি বলেই বাংলাদেশ সৃষ্টির পেছনে প্রধান কারণ।’ ভারতের এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাব সরকারের ১০০ দিনের সাফল্য তুলে ধরতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত ভাগের পর পাকিস্তানের অংশে পড়া বর্তমান বাংলাদেশ শোষণ-বঞ্চনার শিকার হচ্ছিল ধারাবাহিকভাবে। পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬ শতাংশ তখন পূর্ব পাকিস্তানের (আজকের বাংলাদেশ) বাসিন্দা। কিন্তু প্রথম বাজেটে উন্নয়ন খাতের ২৮ হাজার টাকার মধ্যে পূর্ব পাকিস্তানকে দেওয়া হয়েছিল মাত্র ৫ হাজার টাকা।

পরের দুই যুগে রাজনীতি, অর্থনীতি, সামাজিক প্রতিটি ক্ষেত্রে এ জনপদের সংখ্যাগরিষ্ঠ মানুষকে নানাভাবে অধিকারবঞ্চিত করেছে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী। এমনকি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্যও বাঙালিকে রক্ত দিতে হয়েছে।

সেই অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বায়ত্তশাসনের আন্দোলনের পর বাঙালি যখন স্বাধীনতার বিকল্প দেখছিল না, তখন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির ওপর। ওই কালরাতের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ। নয় মাসের সশস্ত্র যুদ্ধ শেষে একাত্তরের ১৬ ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স (এখন সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর প্রায় ৮৫ হাজার  সৈন্য। বিশ্বে অভ্যুদয় ঘটে ৫৬ হাজার বর্গমাইলের লাল সবুজ পতাকার নতুন ভূখণ্ড, নতুন দেশ, বাংলাদেশ।

প্রায় অর্ধশতাব্দী আগে পূর্ব পাকিস্তানের ওপর শোষণ-বঞ্চনার কথা লাহোরের ওই অনুষ্ঠানে স্বীকার করে নেন বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করা ইমরান।

এ মাসের শুরুর দিকে ভারতের উত্তরপ্রদেশে কয়েকটি গরুর দেহাবশেষ পাওয়ার পর জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ তা থামাতে গিয়ে হামলার মুখে পড়ে। ওই ঘটনায় এক পুলিশ সদস্যের মৃত্যুর পর তা নিয়ে মন্তব্য করে রোষানলে পড়েন অভিনেতা নাসিরউদ্দিন শাহ।

‘সংখ্যালঘুদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয়’ তা ভারতের নরেন্দ্র মোদি সরকারকে ‘দেখিয়ে দেবেন’ বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন ইমরান খান। ‘সংখ্যালঘুদের সঙ্গে কী রকম আচরণ করতে হয় মোদি সরকারকে তা দেখিয়ে দেব আমরা। এমনকি ভারতেও, লোকজন বলছে, সংখ্যালঘুদের পূর্ণ নাগরিকের মর্যাদা দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার জন্য তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং পাকিস্তানের জনক মুহাম্মদ আলী জিন্নাহর দর্শনও তাই ছিল। সংখ্যালঘুরা যেন ‘নতুন পাকিস্তানে’ নিরাপদ, সুরক্ষিত বোধ করে ও সমধিকার পায় তার সরকার তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads