• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মালয়েশিয়ায় বিএনপির প্রার্থীদের দোয়া ও আলোচনা সভা

পেনাং দেওয়ান ডেলিমায় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

প্রবাস

মালয়েশিয়ায় বিএনপির প্রার্থীদের দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০১৮

আশরাফুল মামুন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া পেনাং কেদাহ বিএনপি।

গতকাল মঙ্গলবার পেনাং দেওয়ান ডেলিমা এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ আলী ইউনুস বলেন, সারাদেশে ধানের শীষের প্রার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে। প্রচারে বাধা দেয়া হচ্ছে। গ্রেপ্তার, মামলা চলছেই। পোস্টার লাগাতে দেয়া হচ্ছে না। কোথাও পুলিশের উপস্থিতিতে হামলা করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। সরকার শেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। যতই চেষ্টা করুক বিজয় আমাদেরই ইন্শাল্লাহ। পেনাং প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ আর এই অবৈধ সরকারকে চায়না। আপনারা আপনাদের মা বোনদের বলে দেন তারা যেন ৩০ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে যেন বিজয়ী করে। বিএনপি ক্ষমতা আসলে দেশে গনতন্র ফিরে আসবে।

পেনাং কেদাহ বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গোলাপ হোসেন তার সমাপনী বক্তব্যে বলেন, খালেদা জিয়ার মুক্তির স্বার্থে ধানের শীষে ভোট দিন। এই জালিম সরকার আমাদের দেশনেত্রীকে বন্ধি করে রেখেছে। আপনাদের ভোটের মার্ধমে আমাদের দেশনেত্রী মুক্তি পাবে। আগামী ৩০ ডিসেম্বর জনগণ ভোট বিপ্লবের মার্ধমে এই অবৈধ সরকার কে জবাব দিবে।তিনি দেশের সর্বস্তরে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবদের আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানানো হয়।

ইসমাঈল জাবিউল্লাহ সুমন এর অনুষ্ঠান পরিচালনায় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গোলাপ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  পেনাং কেদাহ বিএনপির সভাপতি মোহাম্মদ আলী ইউনুস। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পেনাং কেদাহ বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক এমদাদ। পেনাং কেদাহ বিএনপির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক , দফতর সম্পাদক মোহাম্মদ টুটুল ,পেনাং মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন দেওয়ানজী ,সালেহ আহমেদ ,জমারত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads